হিমালায়ান রেলওয়ের উন্নয়নে ইউনেসকোর সঙ্গে রেলের চুক্তি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, দার্জিলিংঃ পশ্চিমবঙ্গ সহ গোটা উত্তর-পূর্ব ভারতে রেল যোগোযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে হিমালায়ান রেলওয়ের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ভারতীয় রেল বিশেষ উদ্যোগ নিয়েছে। এই উদ্দেশ্যে উত্তর-পূর্ব ভারতে পাঁচদিনের সফরে আসেন রেলমন্ত্রী সুরেশ প্রভু। শুক্রবার দার্জিলিংয়ে রেলমন্ত্রী জানান, উত্তরপূর্ব ভারতের পাশাপাশি প্রতিবেশী দেশগুলির সঙ্গে রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন করতে উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ। তিনি বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে পর্যটনের উন্নতি হবে। তাই দার্জিলিংয়ে পর্যটনের উন্নয়নের জন্য রেল আইআরসিটিসি-কে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, হিমালায়ান রেল শুধু ভারতের নয়, গোটা বিশ্বের সম্পদ। এই সম্পদকে রক্ষা করতে রেল সবসময়ই সচেষ্ট। দার্জিলিং হিমালায়ান রেলওয়ের উন্নয়নে এদিন ইউনেসকো-র সঙ্গে চার কোটি টাকার সমঝোতা চুক্তি স্বাক্ষর করে রেল।



from Uttarbanga Sambad http://ift.tt/2jGkkIC

January 20, 2017 at 05:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top