উত্তবঙ্গ সংবাদ পোর্টাল, দার্জিলিংঃ নেতাজির অম্তর্ধান রহস্য প্রকাশ্যে নিয়ে আসার দাবিতে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দার্জিলিং-এর ম্যালে রাজ্য সরকার আয়োজিত নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২১তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এই দাবি করেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ইতিহাস সবসময় দেশের বীর সন্তানদের জন্ম-মৃত্যু সবকিছুই জানিয়েছে। একমাত্র নেতাজির জন্মদিন আমরা সকলেই জানি এবং তা সম্মানের সঙ্গে পালিত হয়। কিন্তু আজও তাঁর অন্তর্ধান রহস্য প্রকাশ হল না। এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের বিষয়। রাজ্য সরকারের কাছে নেতাজি সংক্রান্ত যে সব তথ্য ছিল তা আমরা প্রকাশ করেছি। কিন্তু কেন কেন্দ্রীয় সরকার এ বিষয়ে কোনও পদক্ষেপ নিচ্ছেন না?’
গত বছর ঠিক এই দিনে ম্যালের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রথম এই দাবি তুলেছিলেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াং-এর গিদ্দা পাহাড়ে নেতাজি মিউজিয়ামের উন্নয়নে ২০ লক্ষ টাকা দিয়েছেন তিনি। পাশাপাশি তিনি নতুন গঠিত তিনটি উন্নয়ন বোর্ড-কে ১০ কোটি টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2jgv5QO
January 23, 2017 at 03:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন