ঢাকা, ০৭ জানুয়ারি- আজ থেকে শুরু হলো এক্সিম ব্যাংক জাতীয় মহিলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপ ২০১৬। ২৭তম এ আসরের উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। ১৫টি দলের অংশগ্রহণে এ টূনামেন্ট চলবে ৫ দিন। ০৭ ডিসেম্বর শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল ষ্টেডিয়াম বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব এ. কে. এম. নূরুল ফজল বুলবুল। চ্যাম্পিয়নশীপের উদ্বোধনী খেলা বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব বনাম চূয়াডাঙ্গা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৩-০৪ গোলে চূয়াডাঙ্গা জেলাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৯-০১ গোলে এগিয়ে ছিলো। এছাড়াও এদিন আরো ৭টি খেলা অনুষ্ঠিত হয়। এক নজরে খেলা গুলোর ফলাফল : সকাল ০৮টা ৩০মিনিটে ফেনী জেলা দলকে ২৩-০২ তে হারিয়েছে ঢাকা জেলা দল। এছাড়া কুষ্টিয়া জেলাকে ১৪-০৭ গোলে দিনাজপুর জেলা দল, গোপালগঞ্জ জেলাকে ১৪-০২ গোলে নওগাঁ জেলা দল, চূয়াডাঙ্গা জেলাকে ১৬-০৬ গোলে ফরিদপুর জেলা দল, কুষ্টিয়া জেলাকে ১৩-০৫ গোলে নড়াইল জেলা দল, রাজশাহী জেলাকে ১২-০৪ গোলে জামালপুর জেলা দল, ফেনী জেলাকে ২৫-০১ নওগাঁ জেলা দল ও গোপালগঞ্জ জেলাকে ১৭-০ গোলে পরাজিত করেছে ঢাকা জেলা দল। দুই গ্রুপে বিভাক্ত এ টূনামেন্টে অনুন্ঠিত হবে তিন রাউন্ডে। আগামীকাল সকাল ৮:৩০ টা থেকে খেলাগুলো যথারীতি অনুষ্ঠিত হবে। আর/১০:১৪/০৭ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i0UuPx
January 08, 2017 at 04:51AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top