প্রধানমন্ত্রীর ছবি ব্যবহারের সম্মতি নেয়নি খাদিঃ পিএমও

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ ক্যালেন্ডার ও ডায়ারিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি ব্যবহারের আগে খাদি এবং গ্রামীণ শিল্প কমিশন কোনো সম্মতি নেয়নি বলে জানাল প্রধানমন্ত্রীর দপ্তর (পিএমও)। সেক্ষেত্রে কীভাবে ওই ছবি ছাপা হল তা জানতে চেয়ে কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ মন্ত্রকের কাছে কৈফিয়ত তলব করেছে পিএমও। মহাত্মা গান্ধির ছবির বদলে তাঁর ছবি ছাপায় প্রধানমন্ত্রী নিজেও অত্যন্ত অসন্তুষ্ট বলে জানিয়েছে একটি সূত্র।

খাদির ক্যালেন্ডার ও ডায়ারিতে মোদির ছবি ছাপানোর বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি বিরোধি দলগুলি। সমালোচনা করেছে এনডিএ শরিক শিবসেনাও।

প্রসঙ্গত, আজ কৈফিয়ত চাইলেও দিনকয়েক আগে পিএমও-এর একটি সূত্র জানিয়েছিল, গান্ধিজির ছবি সবসময়ই খাদির ক্যালেন্ডার ও ডায়ারিতে থাকবে তেমন কোনো নিয়ম নেই। তাই নিয়মভাঙার প্রশ্নও উঠছে না। খাদির চেয়ারম্যান বিনয়কুমার সাক্সেনাও জানিয়েছিলেন, বাপুর সম্মান এত ঠুনকো নয় যে ক্যালেন্ডার ও ডায়ারিতে ছবি না থাকলে তা নষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রীর হাত ধরে খাদি পণ্যের বিক্রি অনেক বেড়েছে বলে জানান তিনি।



from Uttarbanga Sambad http://ift.tt/2jThTic

January 17, 2017 at 02:50PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top