কুমিল্লায় শিশু হত্যায় আল-আমীনের ফাঁসি বহাল

নিজস্ব প্রতিবেদক ● অপহরণ করে শিশু পারভেজকে হত্যার দায়ে আসামি মো. আল-আমিনের মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আাদলতের রায়ের বিরুদ্ধে আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষে রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোরশেদ এবং আসামির পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এস এম শফিকুল ইসলাম শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখেন।

২০১২ সালে ৩১ জানুয়ারি শিশু পারভেজকে (১২) হত্যার দায়ে কুমিল্লার জেলা দায়রা জজ আদালতের বিচারক এ আর মাসুদ আসাসি আল-আমিনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, জেলার দেবিদ্বারের কামারচরে ইঞ্জিনিয়ার আবু ইউসুফ খান রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল মো. পারভেজ। ২০১০ সালের ৫ নভেম্বর জুমার নামাজের পর পারভেজ বাড়ি থেকে বের হয়। এরপর থেকে পারভেজের খোঁজ পায়নি পরিবার। এ ঘটনার কয়েকদিন পরই পারভেজের মা জোছনা বেগম থানায় জিডি করেন। পরবর্তী সময়ে পারভেজের আত্মীয় আল-আমিন থানায় হাজির হয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন।

নিজ জবানবন্দিতে আল-আমিন বলেন, ১০০ টাকার লোভ দেখিয়ে পারভেজকে দীঘির পাড়ে নিয়ে যাই। বিকেলে সেখানে পারভেজ আসার পর পাঁচ মিনিটের মধ্যে তার গলা চেপে হত্যা করি। হত্যার পর লাশ পার্শ্ববর্তী ধানক্ষেতের সীমানায় রেখে আসি। পারভেজ সম্পর্কে আমার জ্যাঠাতো ভাই হয়।

ঘটনার দুইদিন পর পারভেজের মায়ের সঙ্গে আমার দেখা হয়। আমিও হত্যাকাণ্ডের বিষয়টি চেপে গিয়ে তাদের সঙ্গে পারভেজকে খুঁজতে বের হই। ওইদিন রাত ১০টার সময় পারভেজের লাশ কাঁধে নিয়ে ধানক্ষেতের সীমানা থেকে দীঘির পাড় বিলের মধ্যে রেখে আসি। কিন্তু তারপর থেকে আমি কিছুতেই ঘুমাতে পারছিলাম না। পরের দিন লাখ টাকা মুক্তিপণ চেয়ে পারভেজের বাড়িতে একটি চিঠি দেই। এরপর মানসিক অস্থিরতার কারণে থানায় গিয়ে ঘটনার বিস্তারিত খুলে বলি পুলিশকে। তারা আমাকে সঙ্গে নিয়ে পারভেজের লাশ উদ্ধার করে।

ঘটনাটি তদন্ত করে পুলিশ আদালতে অভিযোগ দাখিল করে এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কুমিল্লার জেলা দায়রা জজ আদালতের বিচারক এ আর মাসুদ ২০১২ সালে ৩১ জানুয়ারি আল-আমিনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।

The post কুমিল্লায় শিশু হত্যায় আল-আমীনের ফাঁসি বহাল appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2jrVmsb

January 29, 2017 at 06:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top