খেলাধুলা মন ও স্বাস্থ্য সতেজ রাখে …..ডা. আরমান আহমদ শিপলু


আন্তঃবিশ্ববিদ্যালয় মিডবার ফুটবল টুর্নামেন্ট -২০১৭ এর ফাইনাল খেলা শনিবার (১৪ জানুয়ারী) লুমিনাস সোশ্যাল সার্ভিসেস ক্লাবের আয়োজনে আবুল মাল আবদুল মুহিত কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।
খায়রুল ইসলামের সভাপতিত্বে ও আব্দুন নুর মাহির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারি পরিচালক ডা. আরমান আহমদ শিপলু বলেন, বাংলাদেশ ক্রীড়াঙ্গণে বিশ্বের বুকে সুনাম অর্জন করেছে। অতীতের মতো ক্রীড়াঙ্গণে দেশ এখন আর পিছিয়ে নয়। অগ্রগতির এ ধারাকে অব্যাহত রাখতে এরকম প্রতিযোগীতার গুরুত্ব অপরীসিম। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা খেলাধুলা করলে তাদের মন ও স্বাস্থ্য সতেজ থাকে। তিনি শিক্ষার্থীদেরকে খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায়ও ভালো করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শাহবাজ আলী, লায়ন্স ক্লাব অব সিলেটের সাধারণ সম্পাদক মেহেদী কাবুল, স্যামসান ফাউন্ডেশন প্রোগ্রাম ম্যানেজার লিয়াকত আলী চেরাগ, নির্বান সিলেটের ফাউন্ডার কামাল হোসাইন, ছাতক দুয়ারা ছাত্র পরিষদের সভাপতি রবিউল আলম রাজ্জাক, সিলেট জেলা ছাত্রলীগের ধর্শ বিষয়ক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ, জেলা যুবলীগ নেতা এমডিএস শাহীন, জেলা ছাত্রলীগ নেতা রুবেল আহমদ, কবির আহমদ, মুজিবুর রহমান, আশরাফুল হক, এস.আই সাগর, সভাপতি খায়রুল ইসলাম জুবেল, সাধারণ সম্পাদক আব্দুন্নুর মাহি, সিনিয়র সহ সভাপতি আশরাফুল হক, হাবিবু রহমান সুহান, শাহাদাত আহমদ চৌধুরী, শামসুল ইসলাম, জয় ভট্টাচার্য, সোয়েব আহমদ, দিপংকর তালুকদার প্রমুখ। মেট্রোপলিন ইউনিভার্সিটিকে ১-০ গোলো পরাজিত করে সিলেট সরকারি কলেজ বিজয় হয়।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2isBQQP

January 16, 2017 at 12:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top