চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়ে নিহত হওয়া এসলাম উদ্দীনের লাশ বুধবার ফেরত দিয়েছে বিএসএস। সীমান্তের ১০/৫ এস সীমান্ত পিলারের কাছে এই লাশ হস্তান্তর করা হয়।
শিবগঞ্জ থানার উপ পরিদর্শক কামরুজ্জামান জানান, বিকেল তিনটার দিকে পুলিশ, ওয়াহেদপুর বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার জামাল উদ্দিন, ভারতীয় চাদনীচক বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর মনোরাম, ভারতীয় সুতী থানার এস.আই বিজপের সমন্বয়ে পতাকা এসলামের লাশ হস্তান্তর করা হয়। পরে লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত এসলামের লাশ ভারতীয় পুলিশের উদ্যেগেও ময়নাতদন্ত হয়েছে।
উল্লেখ্য, রোববার গভীর রাতে এসলামসহ ২০/২২ জন বাংলাদেশী যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের নুরপুর এলাকায় ঢুকলে বিএসএফ’র ধাওয়ার মুখে পড়েন। এসময় অন্যান্যরা পালিয়ে এলেও নিখোঁজ হয় এসলাম।
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল এহেসান বলেন, ‘বাংলাদেশী যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র কাছে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হয়। ওয়াহেদপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয় সীমান্তের ৬ শ গজ ভারতীয় অংশে একযুবকের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে’। তিনি বলেন, ‘ পতাকা বৈঠকে এঘটনায় বিএসএফ’র সংশ্লিষ্টতা অস্বীকার করা হয়েছে’।
এদিকে বিজিবি সূত্রজানিয়েছে, ভারতীয় অংশে উদ্ধার হওয়া যুবকের লাশের ছবি দেখে এসলামের বড়ভাই আনারুল ইলসাম এসলামকে সনাক্ত করেছে। আনারুলের উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, এসলাম অবৈধভাবে রাজমিস্ত্রির কাজে ভারতের চেন্নাই যাচ্ছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০১-১৭
শিবগঞ্জ থানার উপ পরিদর্শক কামরুজ্জামান জানান, বিকেল তিনটার দিকে পুলিশ, ওয়াহেদপুর বিওপি’র কমান্ডার নায়েব সুবেদার জামাল উদ্দিন, ভারতীয় চাদনীচক বিএসএফ ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর মনোরাম, ভারতীয় সুতী থানার এস.আই বিজপের সমন্বয়ে পতাকা এসলামের লাশ হস্তান্তর করা হয়। পরে লাশ পুনরায় ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত এসলামের লাশ ভারতীয় পুলিশের উদ্যেগেও ময়নাতদন্ত হয়েছে।
উল্লেখ্য, রোববার গভীর রাতে এসলামসহ ২০/২২ জন বাংলাদেশী যুবক সীমান্ত অতিক্রম করে ভারতের নুরপুর এলাকায় ঢুকলে বিএসএফ’র ধাওয়ার মুখে পড়েন। এসময় অন্যান্যরা পালিয়ে এলেও নিখোঁজ হয় এসলাম।
চাঁপাইনবাবগঞ্জস্থ বিজিবি’র ৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এসএম আবুল এহেসান বলেন, ‘বাংলাদেশী যুবক নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র কাছে পতাকা বৈঠকের প্রস্তাব দেয়া হয়। ওয়াহেদপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ’র মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ’র পক্ষ থেকে জানানো হয় সীমান্তের ৬ শ গজ ভারতীয় অংশে একযুবকের লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া লাশ ময়নাতদন্তের জন্য ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে’। তিনি বলেন, ‘ পতাকা বৈঠকে এঘটনায় বিএসএফ’র সংশ্লিষ্টতা অস্বীকার করা হয়েছে’।
এদিকে বিজিবি সূত্রজানিয়েছে, ভারতীয় অংশে উদ্ধার হওয়া যুবকের লাশের ছবি দেখে এসলামের বড়ভাই আনারুল ইলসাম এসলামকে সনাক্ত করেছে। আনারুলের উদ্ধৃতি দিয়ে বিজিবি জানায়, এসলাম অবৈধভাবে রাজমিস্ত্রির কাজে ভারতের চেন্নাই যাচ্ছিল।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-০১-১৭
from Chapainawabganjnews http://ift.tt/2j9bQq9
January 18, 2017 at 10:04PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন