ইসলামাবাদ, ২৫ জানুয়ারি- অস্ট্রেলিয়া সফরে ব্যর্থতায় দলের দায়িত্ব থেকে বাদ দেওয়া হচ্ছে পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক আজহার আলীকে। তবে ধারণা করা হচ্ছে, দলটির বর্তমান টেস্ট অধিনায়ক মিসবাহ-উল-হক অবসর নিলে তার স্থলাভিষিক্ত হবেন আজহার। একটি সূত্র থেকে জানা যায়, পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের ইচ্ছা টি-টোয়েন্টি অধিনায়ক শরফরাজ আহমেদই মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ওয়ানডে দলের দায়িত্ব গ্রহণ করুক। এ ব্যপারে ইনজামাম পিসিবি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আশ্বস্ত করার চেষ্টা করছেন। তবে অস্ট্রেলিয়ায় দূর্দান্ত বাজে একটি সফরের পরে পিসিবির উর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কেউ জাতীয় দলে ব্যাপক পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন। সূত্রটি জানিয়েছে ইনজামাম ও পিসিবি চেয়ারম্যান চাচ্ছেন, মিসবাহ ও সিনিয়র ব্যাটসম্যান ইউসিন খান দ্রুত তাদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বোর্ডকে অবহিত করুক। সূত্রটি নিশ্চিত করেছেন, ওয়েস্ট ইন্ডিজ সফরে আজহার নিয়মিত অধিনায়ক হিসেবে মিসবাহর স্থলাভিষিক্ত হবেন। কিন্তু শরফরাজ টি-টোয়েন্টি দলের বাইরে ক্যারিবীয় সফরে বাড়তি দায়িত্ব হিসেবে ওয়ানডে দলেরও নেতৃত্ব দিবেন।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2kqsIwM
January 25, 2017 at 03:29PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন