রায়গঞ্জে মদ্যপ বাবার মারে মৃত্যু ছেলের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রায়গঞ্জঃ বাবার হাতে খুন হল ছেলে। রবিবার সকালে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় রায়গঞ্জ শহরের ১০ নম্বর ওয়ার্ডের এসএফআই মোড়ের কালীতলা এলাকায়। খুনের ঘটনা স্বীকারও করেছে ওই কিশোরের বাবা।

মৃত ওই কিশোরের নাম সুজান রায় (১৩)। তার বাবা সুব্রত রায় পেশায় লরিচালক। জানা গিয়েছে, শনিবার গভীর রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে স্ত্রীকে বেধড়ক মারধর করে সে। মাকে এভাবে মাড়তে দেখে ছেলে প্রতিবাদ করে। সেইসময় ছেলেকে বিছানা থেকে নামিয়ে উঠানে নিয়ে বেধড়ক মারধর করে বাবা। ছেলের বুকে ভারী পাথর দিয়ে আঘাত করলে জ্ঞান হারিয়ে ফেলে সুজান। ওই কিশোরের মার চিত্কারে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসে। সেই রাতেই সুজানকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভরতি করা হলে রবিবার সকাল ৭টায় মৃত্যু হয় সুজানের। এই মৃত্যুর খবর পেয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত বাবা সুব্রত রায়কে গ্রেফতার করা হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2juAqB8

January 30, 2017 at 05:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top