মোঃ আবুল কাশেম, বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে স্বামীর জন্য কিডনী দান করে চমৎকার দৃষ্টান্ত স্থাপনকারী পল্লীগাঁয়ের গৃহবধু বিলকিছ বেগম অবশেষে প্রানপ্রিয় স্বামীর চিকিৎসার জন্য হৃদয়বানদের হৃদয় জয় করে প্রয়োজনীয় ১ লক্ষ ৫০ হাজার টাকার প্রতিশ্রুতি আদায় করতে সক্ষম হয়েছেন। আর তাতে ভালবাসারই জয় হল। প্রমান হল ক্ষনিকের এই পৃথিবীতে মানুষ মানুষেরই জন্য আর হৃদয় হৃদয়েরই জন্য।
অন্যদিকে আমরা কলম সৈনিকরা স্বামীর জন্য স্ত্রীর নিখাদ এই ভালবাসা আর অসহায় এক কিডনী রোগী এবং তার পরিবারের জন্য কিছু মানুষের মহানুভবতায় অভিভূত। মহতি এই কাজে হৃদয়বানদের এই আন্তরিকতা আর মহানুভবতার জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের জানা নেই। শুধু এই টুকু বলতে পারি তাদের এই মহানুভবতার খবর জেনে চরম এক অসহায় মূহুর্তে একটি পরিবারে যে প্রশান্তি ও চোখের জলে কৃতজ্ঞতা জানানোর যে ভাষা দেখেছি তাও হয়ত কোন কবি ছন্দ দিয়ে, কোন শিল্পী ছবি এঁকে হয়ত তার প্রকৃত ভাব পূণরুপে প্রকাশ করতে পারবেনা ।
সেখানে আমরা কি লিখব? বিশ্বনাথের ৪ সন্তানের জননী বিলকিছ বেগম নিজের জীবনের মায়া ত্যাগ করে আপন স্বামী আতিকুর রহমানকে বাঁচাতে দিয়েছিলেন নিজের দেহ থেকে একটি কিডনী। কিন্তু সেই কিডনীতে ভাইরাস জনিত কারনে সমস্যা দেখা দেয়ায় নতুন করে জরুরী ভিত্তিতে চিকিৎসার প্রয়োজনীয়তা দেখা দেয়। এমতাবস্থায় বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে সোসিয়াল মিডিয়া ফেইসবুকে একটি মানবিক আবেদন করা হয়। এই সংবাদটি গত রোববার বিভিন্ন অনলাইনে এবং সোমবার জাতীয় ও সিলেটের বিভিন্ন দৈনিকে বেশ গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশিত হয়। আর তাতে আমাদের ডাকে সাড়া দিয়ে যুক্তরাজ্য প্রবাসী দাদুভাই ছইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্টাতা, বিশিষ্ট কমিউনিটি নেতা দানশীল ব্যক্তিত্ব ও ব্যক্তি উদ্যোগ সমাজসেবা ও আর্তমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী বিশ্বনাথের কৃতিসন্তান মোহাম্মদ ছইল মিয়া ৫০,০০০ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন। এই সংবাদটি সোসিয়াল মিডিয়ায় প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্য যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সিলেটের ওসমানীনগরের কৃতিসন্তান বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আনোয়ারুজ্জামান চৌধুরীর দুই কিশোর পুত্র রায়হানুজ্জামান চৌধুরী ও রুমানুজ্জামান চৌধুরী আতিকুর রহমানে চিকিৎসার বাকী সব খরচ বহন করার প্রতিশ্রুত দিয়েছেন ।
আমাদের পক্ষ থেকে প্রবাসী এই হৃদয়বান মোহাম্মদ ছইল মিয়া, রায়হানুজ্জামান চৌধুরী ও রুমানুজ্জামান চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ মঙ্গলবার রাতে চিকিৎসার জন্য তারা রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে ভর্তি হবেন। এমটাই জানান বিলকিছ বেগম। প্রকাশিত সংবাদ পড়ে, পত্রিকার প্রকাশক মোবাইল ফোনে যোগাযোগ করেন যুক্তরাজ্য প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরী। এসময় তিনি আতিকুর রহমানের চিকিৎসার জন্য আর্থিকভাবে সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kbWQZS
January 31, 2017 at 04:41PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.