কলকাতা, ০৭ জানুয়ারি- ভুয়ো অর্থলগ্নি সংস্থায় তালা পড়েছে। গ্রেফতার হয়েছেন গৌতম কুণ্ডু। তারপরও টলিউডে টাকা খেটেছে রোজভ্যালির। সিবিআইয়ের নজরে কারা, এই জল্পনার পাশাপাশি গৌতমের প্রযোজনা সংস্থা ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশনের বিনিয়োগের হদিস নিয়েও তোলপাড় চলছে টলিউডে। সেই সূত্রেই উঠে আসছে তিন প্রযোজকের নাম। তাঁদের মাধ্যমেই রোজভ্যালি টলিউডে টাকা খাটিয়েছে বলে অভিযোগ। ওই তিন প্রযোজকের মধ্যে বিশেষ একজনের নাম নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। কারণ, তিনি পরপর, বছরে অন্তত দুটো থেকে তিনটে ছবি প্রযোজনা করেছেন। তাঁর প্রযোজিত ছবি মুক্তি পেয়েছে গত বছর অগস্টেই। হিট দিতে না পারলেও তাঁর ছবিতে অভিনয় করেছেন নামী অভিনেতারা। তাবড় তারকা এবং বিশিষ্টজনেরা উপস্থিত থাকতেন তাঁর ঈদ পার্টিতে। টলিউডে একজন প্রযোজকের বকলমে একাধিক বিনিয়োগকারী টাকা ঢালেন। তেমনভাবেই ওই প্রযোজককে টাকা দিয়েছিল গৌতম কুণ্ডুর সংস্থা। আর ওই প্রযোজকের আসল ফিনান্সার যে কে, তা টলিউ়ডে গোপন ছিল না কোনওদিনই। সাধারণত, সোলো প্রযোজকের পক্ষে টলিউডে ব্যবসা করা বেশ কঠিন। অথচ বড়় ব্যানারের পাশাপাশি ওই প্রযোজকও বেশ করেকম্মে খাচ্ছিলেন। তাঁর কোনও ছবি বিরাট হিট হয়নি। তা সত্ত্বেও পরপর ছবি করে যেতে সমস্যা হয়নি প্রযোজকের। টলিউডের একাংশের বক্তব্য, টাকার তো অভাব ছিল না। ছবি ফ্লপ করলেও তাই সমস্যা হয়নি। এখন রোজভ্যালি-কাণ্ড নিয়ে নতুন করে নাড়াচাড়া শুরু হওয়ায় আতসকাচের তলায় এসেছেন ওই প্রযোজকও। বাকি দুই প্রযোজক তুলনামূলকভাবে কম নামী। খুব বেশি ছবিও তাঁরা করেননি। টলিউড জানে, রোজভ্যালির সঙ্গে এঁদের যোগাযোগ প্রথমসারির তথা ইদানীং বহুচর্চিত অভিনেত্রীর হাত ধরেই। যাঁকে সিবিআই তলবের সম্ভাবনা নিয়ে জল্পনা ক্রমশই বাড়ছে।তবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে টলিউডের এক প্রবীণ পরিচালককেও। এক সময়ে রোজভ্যালির গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি!
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j0Yj4h
January 07, 2017 at 05:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন