বাবু সাহা,লেবাননঃ লেবাননে দায়িত্বরত ইউনিফিল এর আমন্ত্রনে বাংলাদেশ থেকে আগত সংসদীয় দলের প্রতিনিধি দলের সদস্য আওয়ামী লীগ সরকারের বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি, সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডঃ দিপু মনি এমপি সহ হুসনে আরা বেগম এমপি’কে এক জমকালো গণ সংবর্ধনা দেয় লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি।বৈরুতের রৌশায় মুভেনপিক হোটেলে শনিবার বিকাল ৬.০০ঘটিকায় সংবর্ধনার আয়োজন করে সংগঠনটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি।বিশেষ অতিথি ছিলেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডঃ দিপু মনি এমপি, হুসনে আরা বেগম এমপি ও লেবাননে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।সভাপতি হিসেবে আসন অলংকৃত করেন, লেবানন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আলী আকবর মোল্লা।পরিচালনায় ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও উদীয়মান তরুন বক্তা মোঃ সোহেল মিয়া।
মঞ্চে আরো উপস্থিত ছিলেন, দূতাবাসের প্রথম সচিব সায়েম আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আলী আশরাফ ভূঁইয়া, সুফিয়া আক্তার বেবী, বাবুল মুন্সী, অহিদুল হক চৌধুরী মুর্শেদ, মাহবুল্লা চৌধুরী দুলাল, ইসমাইল চৌধুরী আকরাম প্রমূখ।
সংগঠনটির সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মশিউর রহমান টিটু, কাউসার আলম জনি, হুমায়ুন কবীর খাঁন, তপন ভৌমিক, জাকির হুসেন, আলমগীর ইসলাম, রিপন সরকার, মোকাদ্দেস মিয়া, হাজী আলাউদ্দিন, মোঃ রুবেল, জালাল উদ্দিন বেপারী, ওয়াসিম ভূঁইয়া, নুরুল ইসলাম, টিপু চৌধুরী, মোস্তফা সরকার সহ সকল শাখা কমিটির নেতৃবৃন্দ।
প্রথমেই কোরান তেলওয়াত ও প্রবাসীদের সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন সহ মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ফারুক খাঁন এমপি পদ্মা সেঁতুর মত বাংলাদেশ সরকারের গৃহীত বিভিন্ন যুগান্তকারী পদক্ষেপ প্রবাসীদের উদ্দেশ্যে তুলে ধরে প্রবাস খেকে জননেত্রী শেখ হাসিনার সরকারকে আরো সহযোগিতার আহব্বান জানান।পরে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে আগত প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন।
সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডঃ দিপু মনি এমপি বলেন, রাষ্ট্রদূত হচ্ছে সরকার দ্বারা নিয়োজিত দূত।আর প্রবাসীরা হচ্ছে রাষ্ট্রের শুভেচ্ছা দূত।তিনি সারা বিশ্বের প্রবাসী বাঙ্গালীদের প্রশংসা করে বলেন, দল এবং দেশের যে কোন দুর্যোগে প্রবাসীরা অগ্রণী ভুমিকা রেখেছে। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে প্রবাসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ।পরে চাঁদপুর জেলা ভিত্তিক সংগঠন “চাঁদতারা প্রবাসী” সংগঠন ডঃ দিপু মনি’কে ফুলের তোড়া উপহার দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন মিডিয়া, বি.বাড়ীয়া তিতাস প্রবাসী সংগঠন, গোপালগন্জ প্রবাসী কল্যাণ সমিতি সহ অগনিত প্রবাসীদের উপস্থিতি ছিল।
from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jsjMlr
January 29, 2017 at 10:34PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন