মাদ্রিদ, ১৭ জানুয়ারি- সেভিয়ার মাঠে বেশিরভাগ সময় আধিপত্য বজায় রেখে খেললেও শেষ পাঁচ মিনিটে হেরে বসে রিয়াল মাদ্রিদ। এই পরাজয়ে দলের সবাই ব্যথিত বলে জানালেন জিনেদিন জিদান। রোববার রাতে লা লিগায় সেভিয়ার মাঠে ক্রিস্তিয়ানো রোনালদোর গোলে প্রথমে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-১ গোলে হারে রিয়াল। দ্বিতীয়ার্ধের শেষ দিকে সের্হিও রামোসের আত্মঘাতী গোলে স্কোরলাইনে সমতা আসার পর যোগ করা সময়ে হেরে বসে মাদ্রিদের ক্লাবটি। এই হারে সব ধরণের প্রতিযোগিতায় রিয়ালের রেকর্ড ৪০ ম্যাচে অপরাজেয় পথচলার শেষ হয়। তবে দ্রুত এই হারের ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন জিদান। এই পরাজয় কষ্ট দিয়েছে, কেননা কেউ হারতে পছন্দ করে না। আর ৮৫ মিনিট এভাবে খেলার পর এমনভাবে কেউই হারতে চায় না। কিন্তু এটাই ফুটবল। আমাদের অবশ্যই এই ফল মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। এই হারের পর সেভিয়ার চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে রিয়াল। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জিদান বলেন, আমাদের আর পাঁচটা মিনিট হলেই হতো। আমরা যেভাবে খেলেছি, এভাবে খেলা কঠিন। তারপরও আমাদের এই ফল মেনে নিতে হবে। আমরা জানতাম এটা একদিন ঘটবে। মৌসুমের শেষ দিকটা কঠিন হবে। শেষ পাঁচ মিনিটের দুটি গোলই দু:খ হয়ে দাঁড়াল। ১৭ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪০। এক ম্যাচ বেশি খেলা সেভিয়ার পয়েন্ট ৩৯।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2j37AZ0
January 17, 2017 at 06:21PM
17 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top