ঢাকা, ১৪ জানুয়ারি- কলকাতা থেকে ফিরেই এফডিসিতে অহংকার ছবির শুটিং শুরু করছেন শাকিব খান। সে কারণে গত কয়েক দিন সকাল-সন্ধ্যা পর্যন্ত তাঁকে তেজগাঁওয়ে সিনেমা বানানোর এই কারখানায় ব্যস্ত সময় কাটাতে হচ্ছে। জানা গেছে, বাড়ির মালিক শাকিবকে ছাড়াই তাঁর বাড়িতে অতিথি হয়েছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। আরিফিন শুভ জানান, ধৈৎতারিকি ছবির শুটিং করতেই তাঁরা শাকিব ভাইয়ের বাড়িতে গেছেন। শুটিংয়ের পাশাপাশি সেখানে তাঁদের দারুণ সময়ও কাটছে। নুসরাত ফারিয়া বলেন, এই ছবিতে আমাকে পুরোপুরি বাঙালি ঘরানার একজন মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে, যার নাম শান্তি। খুবই সাদামাটা জীবন আমার। চারপাশের সব জটিলতা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। শুভ-ফারিয়া ছাড়াও এই ছবিতে অভিনয় করতে বাংলাদেশের পাশাপাশি কলকাতার অনেক অভিনয়শিল্পী এখানে আছেন। দিন-রাত কাজ চলছে। ১৫ জানুয়ারি পর্যন্ত আমরা এই বাড়িতে থাকবে। ধৈৎতারিকি ছবিতে অরিফিন শুভ ও নুসরাত ফারিয়া ছাড়াও অভিনয় করছেন রৌশান, ফারিন, সুষমা, প্রমুখ।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jv3hXe
January 15, 2017 at 03:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top