উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ ১৯৯৮ সালে যোধপুরে হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং করতে গিয়ে কৃষ্ণসার হত্যা মামলায় অভিযুক্ত সলমান খান এবং এই সিনেমার অন্যান্য অভিনেতা অভিনেত্রীরদেরও শুক্রবার যোধপুর আদালতে বয়ান রেকর্ড করা হয়।
এদিন যোধপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দলপত সিং রাজপুরোহিতের সামনে সলমান খানকে কৃষ্ণসার হরিণ হত্যার পারিপার্শ্বিক অবস্থা এবং ঘটনার সত্যতা সম্পর্কে ৬৫টি প্রশ্ন করা হয়। তবে সব উত্তরই তিনি অস্বীকার করেন। তিনি বলেন, ডঃ নেপেলিয়া লুপ্তপ্রায় প্রানীটির স্বাভাবিক কারণে মৃত্যু হয় বলে যে প্রথম ফরেন্সিক রিপোর্টটি দেন শুধুমাত্র সেটাই সত্যি। তিনি আরও বলেন বনদপ্তর নিজের পাবলিসিটির জন্য সলমানকে সাজিয়ে প্রশ্ন করেছে। এছাড়া বেআইনি অস্ত্র রাখার মামলায় ১৮ জানুয়ারি তিনি বেকসুর খালাস পেয়েছেন। এই মামলার পরবর্তী শুনানি ১৫ ফেবব্রুয়ারি।
from Uttarbanga Sambad http://ift.tt/2jlHPma
January 27, 2017 at 06:31PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন