উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, দিল্লিঃ দেশের শীর্ষ আদালতের ৪৪ তম প্রধান বিচারপতি হিসাবে বুধবার শপথ নিলেন জগদীশ সিং খেহর। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি টি এস ঠাকুরের অবসরের পর খেহর এই শূণ্যস্থান পূরণ করলেন। রাষ্ট্রপতি ভবনে আজ তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মাত্র সাত মাসের মেয়াদে তিনি এই পদে থাকবেন বলে জানা গেছে।
তাঁর বাবা কেনিয়ার অভিবাসী থাকা সত্ত্বেও তিনি পরবর্তীকালে স্বপরিবারে ভারতে আসেন। বিচারপতি হিসাবে জে এস খেহরের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। দেশের শীর্ষ আদালতের বিচারপতি ভি রামস্বামীর দুর্নীতির বিরুদ্ধে আইনি লড়াই করেন। ২০১০ সালে খেহর উত্তরাখণ্ড আদালতের প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ হন। টু জি কেলেঙ্কারিতেও বিচারপতি হিসাবে তাঁর ভূমিকা উল্লেযোগ্য।
from Uttarbanga Sambad http://ift.tt/2iHuFUe
January 04, 2017 at 05:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন