ডোনাল্ড ট্রাম্প ও পুলিশের ফোনালাপ

rssডোনাল্ড ট্রাম্প: হ্যালো, দিস ইজ ডোনাল্ড ট্রাম্প ফ্রম ইউএসএ। আমি হোয়াইট হাউস থেকে বলছি। এটা পুলিশ না?
পুলিশ: মাই গড! সত্যি সত্যি এটা আপনি? হাউ আনবিলিভেবল! কী সৌভাগ্য আমাদের! ইয়েস স্যার, এটাই জনগণের বন্ধু (সাংবাদিক ছাড়া) পুলিশ!
ডো. ট্রা.: হে জনগণের বন্ধুগণ, আমার উষ্ণ ভালোবাসা আর প্রাণঢালা অভিনন্দন গ্রহণ করুন! হ্যাটস অফ বাডি। আপনারা যে কাজ করেছেন, তাতে ফোন না করে বরং হাওয়াই জাহাজে চড়ে সাঁই করে এসে যদি বুক মেলাতে পারতাম! আহা! বলিহারি সাহস আপনাদের!
পু.: সরি স্যার, ঠিক বুঝতে পারছি না, কী কারণে আপনি এত উচ্ছ্বাস প্রকাশ করছেন। একটু যদি খোলাসা করে…
ডো. ট্রা.: থাক থাক আর বিনয় দেখাতে হবে না। আপনারা সত্যিই মহান। আপনারাই আসল পুলিশ। বাকিরা পুলিশ নামের কলঙ্ক! জাস্ট শেম অন দেম।
পু.: স্যার, আমরা আসলেই কনফিউজড। একটু যদি দয়া করে ব্যাপারটা…
ডো. ট্রা.: আরে, সেদিন যে কিছু অসৎ মানুষের প্রতিনিধিকে আচ্ছামতো ঠেঙিয়েছেন…।
পু.: ও হো, সাংবাদিকের কথা বলছেন নিশ্চয়ই?
ডো. ট্রা.: নেভার কল দেম সাংবাদিক। দে আর অসৎ মানুষ। বদের হাড্ডি একেকটা। তবে আপনারা যেভাবে ঠেঙিয়েছেন…জাস্ট অসাম ম্যান! একদম উচিত শিক্ষা হইছে। আমাকে নিয়ে যে কী সব উল্টাপাল্টা করতেছে, দেখতেছেন না?
পু.: জানি স্যার, সবই জানি। সব ব্যাপারেই নাক গলানো চাই এদের। এ এটা কেন করল, ও ওইটা কেন করল না, এভাবে কেন করল, কেন ওইভাবে করে নাই…কত হাজার রকমের যে খুঁত বের করবে। এই দেখুন না, দেশে একটা বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, সেটা এদের একদম সহ্য হচ্ছে না। বনের পাশে হইছে তো কী, তোরা কি বন ধুয়ে পানি খাবি? আর আলতুফালতু গাছ-লতা, বাঘ-ভালুকের জন্য দরদ একেবারে উথলে পড়ছে একেকটার। বেশি তেড়িবেড়ি করাতেই…।
ডো. ট্রা.: একদম উচিত শিক্ষা হইছে। কোথায় কোটি টাকার বিদ্যুৎ আর কোথায় দুই টাকার লতা-পাতা, বাঘ-ভালুক! রাবিশ সবগুলা। বন বন করে এত মায়াকান্না যখন, তখন কাঁথা-বালিশ নিয়ে বনে গিয়ে বাঘ-ভালুকের কোলে নিয়া ঘুমালেই তো পারে!
পু.: হা হা হা। উচিত কথা বলেছেন, স্যার। আরে, দেশে আরও তো হাজার হাজার বিষয় আছে, তোরা সেইগুলা নিয়ে লেখ। তা না, একটা কিছু পাইলেই হইল, সব দল বেঁধে ওইটা নিয়ে ঘ্যান ঘ্যান ঘ্যান ঘ্যান করবে খালি। দেশের একটু আয়-উন্নতিও সহ্য হয় না একচোখাগুলার।

ডো. ট্রা.: ঠিক তা-ই। জন্ডিসমার্কাদের আমিও এবার দেখে নেব। এমন ঠ্যাঙানি যে দেব, জন্মের মতো সিধা হয়ে যাবে। আপনাদের বালুর ট্রাক থিওরি অ্যাপ্লাই করে দারুণ উপকার পেয়েছি। এবার এই ঠ্যাঙানি থিওরিও অ্যাপ্লাই করব। দেখি কোন বজ্জাত আমার পেছনে লাগে!

পু.: ঠিক বলছেন, স্যার। দরকার হলে আওয়াজ দিয়েন। আমরা তো এই বিষয়ে এক্সপার্ট। হে হে হে।

ডো. ট্রা.: অবশ্যই, অবশ্যই। সময় করে একদিন আসেন না, হোয়াইট হাউসে! এ বিষয়ে আরও বিস্তারিত কথা হবে।

পু.: আপনার মেহেরবানি, স্যার!

ডো. ট্রা.: ওকে, বাই। মেক আমেরিকা সরি পুলিশ গ্রেট অ্যাগেইন!

পু.: স্যার, পুলিশরে আর গ্রেট



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2kIOFHz

January 30, 2017 at 10:08AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top