মুম্বাই, ২৮ জানুয়ারি- দীর্ঘ দিন ধরই তাঁর আর সোহেল খানের মধ্যে সম্পর্ক নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল। তবে আসন্ন ছবি জলি এলএলবি ২ মুক্তির আগে মুখ খুললেন অভিনেত্রী হুমা কুরেশি। পরিষ্কার জানালেন, সোহেল এবং তাঁর সম্পর্ক ভাই-বোনের মতো। তাতে এ ধরনের বিশ্রী অপপ্রচার অত্যন্ত দুর্ভাগ্যজনক। হুমা বলেন, যখনই এ ধরনের কোনও অবাঞ্ছিত ঘটনা চোখে পড়ে আমি তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় গিয়ে তার উত্তর দিই। যাঁকে নিজের ভাইয়ের মতো মনে করি, তার সঙ্গে সম্পর্কে জড়ানোর মতো কথা শুনলে অত্যন্ত কষ্ট পাই। যদিও তিনি এর সঙ্গে আরও বলেন, আমি এ সব ব্যাপারে ভাবি না। আমার পরিবার সত্যিটা জানে। আমার মনে হয়, ফ্যানেদের সঙ্গে সম্পর্ক বজায় রাখাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। গত বছর থেকে এই সম্পর্ক নিয়ে বলি মহলে কম আলোচনা হয়নি। আরবাজ খানের সঙ্গে মালাইকা অরোরার ডিভোর্স হওয়ার পর সোহেল এবং সীমা-র সংসারেও চরম অশান্তির খবর প্রকাশ্যে আসে। এক সময় সন্তানদের নিয়ে নাকি সীমা বাড়িও ছেড়েছিলেন। তার পেছনে নাকি হুমা-সোহেলের সম্পর্কই দায়ী ছিল। এর আগে হুমার সঙ্গে পরিচালক অনুরাগ কশ্যপের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন শোনা গিয়েছিল। আর/১০:১৪/২৮ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ke5PeT
January 29, 2017 at 04:41AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top