নেপিয়ার, ০২ জানুয়ারি- নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশের সামনে এবার টি-টোয়েন্টি মিশন। আগামী মঙ্গলবার নেপিয়ারে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে সফরকারী বাংলাদেশ। রোববার নিউজিল্যান্ড সময় দুপুর ১২টায় নেপিয়ার পৌঁছেছে মাশরাফিরা-সাকিবরা। একই সময়ে স্বামী সাকিব আল হাসানকে উৎসাহ দিতে নেপিয়ারে পৌঁছেছেন সাকিবপত্নী উম্মে আহমেদ শিশিরও। নেপিয়ার বিমানবন্দরে স্ত্রী উম্মে শিশিরকে নিজেই অভ্যর্থনা জানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। তবে নেলসন থেকেই মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের পরিবার তাদের সঙ্গেই রয়েছেন। নেপিয়ার বিমানবন্দরে স্ত্রী উম্মে শিশিরকে নিজেই অভ্যর্থনা জানান সাকিব। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৭৭ রান, দ্বিতীয়টি ৬৭ রান ও তৃতীয়টি আট উইকেটে হেরে হোয়াইটওয়াশের স্বাদ পায় বাংলাদেশ। এবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ সাকিব-তামিমদের সামনে। ওয়ানডের মতো টি-টোয়েন্টি ফরম্যাটেও ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার নেলসনের ম্যাকলিন পার্কে। বাংলাদেশ সময় বেলা ১২টায় ম্যাচ শুরু হবে। বাকি দুটি ম্যাচ বে ওভালের মাউন্ট মাউনগানুইতে যথাক্রমে ৬ জানুয়ারি (শুক্রবার) ও ৮ জানুয়ারি (রোববার) সকাল আটটায় অনুষ্ঠিত হবে। আর/১২:১৪/০২ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2isz7U4
January 02, 2017 at 07:07AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন