উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ মঙ্গলবার থেকে শুরু হল সংসদের বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনের শুরুতে বক্তব্য রাখলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের। ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ হবে। এই প্রথম সাধারণ ও রেল বাজেট একইসঙ্গে পেশ হতে চলেছে।
এদিন সংসদের বাজেট অধিবেশনে কেন্দ্রীয় সরকারের ভূয়সী প্রশংসা করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘দেশের উন্নতিতে সরকারের পদক্ষেপ প্রশংসনীয়। স্বচ্ছ ভারত মিশন বিশেষভাবে উল্লেখযোগ্য। সরকার গরিব, পীড়িত, দলিত, বঞ্চিতদের জন্য প্রচুর প্রকল্প গ্রহণ করেছে। স্বেচ্ছায় এলপিজি-তে ভর্তুকি ছাড়ায় উপকৃত হয়েছে গরিবরা। দেশের উন্নতিতে বিভিন্ন গ্রামে বিদ্যুৎ পরিসেবা চালু করা হচ্ছে, যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে, উত্তর-পূর্ব রাজ্যগুলিতে উন্নয়নে জোর দেওয়া হচ্ছে। পাশাপাশি, কালো টাকা রুখতে সরকারের নোট বাতিল সিদ্ধান্তের প্রশংসা করলেন রাষ্ট্রপতি।
এদিন রাষ্ট্রপতি নারীশক্তির জাগরণের কথা বলতে গিয়ে পিভি সিন্ধু, সাক্ষী মাল্লিক এবং দীপা কর্মকারের নাম উল্লেখ করেছেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2klROfH
January 31, 2017 at 02:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন