কুমিল্লায় অপহৃত কলেজ ছাত্রীকে অন্তঃস্বত্ত্বা অবস্থায় উদ্ধার!

নিজস্ব প্রতিবেদক ● অপহরণের ৩ মাস পর কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ এক কলেজ ছাত্রীকে অন্তঃস্বত্ত্বাবস্থায় উদ্ধার করেছে। তবে অপহরণকারীকে এখনো আটক করতে পারেনি। ফলে অনাগত সন্তানের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন কলেজ ছাত্রীর পরিবার।

শুক্রবার সদর দক্ষিণ থানা পুলিশ সুয়াগাজী এলাকার বাবুল নামের এক ব্যক্তির বাড়ি থেকে অন্তঃস্বত্ত্বা কলেজ ছাত্রীকে উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইয়নিয়নের কোন্দারগুড়া গ্রামের শাহ আলমের কন্যা চৌয়ারা ডিগ্রী কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী অনিকা আক্তার (১৭) কে ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর কলেজ থেকে বাড়ি ফেরার পথে একই উপজেলার চৌয়ারা ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আব্দুল মান্নানের পুত্র রিয়াদ হোসেন (২১) মাইক্রোবাসযোগে তার কয়েকজন সহযোগীসহ এসে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়।

এঘটনার পর অপহৃতের পিতা শাহ আলম বাদী হয়ে ঘটনার পরদিন রিয়াদকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মামলা করে। সদর দক্ষিণ থানার এসআই সহিদার রহমানের নেতৃত্বে পুলিশ ৬ জানুয়ারি শুক্রবার ভোর সাড়ে ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের সুয়াগাজী এলাকার ইন্স্যূরেন্স কোম্পানীতে কর্মরত বাবুল মিয়ার বাড়ি থেকে অনিকাকে উদ্ধার করে।

তবে এসময় বাড়ির মালিক বাবুলকে পুলিশ অজ্ঞাত কারনে আটক করেনি। এছাড়া পুলিশ অপহরণকারী রিয়াদকে এখনো আটক করতে পারেনি।

এদিকে উদ্ধারের পর পুলিশ শুক্রবার তাকে থানা হাজতে রাখে। অপহৃতের পরিবারের লোকজন এসময় তাকে তাদের হেফাজতে নেওয়ার জন্যও পুলিশের কাছে কোন আবেদন করেননি।

পরে শনিবার অনিকা আক্তারকে আদালতে পাঠালে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠিয়ে দেয়। বর্তমানে অনিকা অনাগত সন্তানের পিতৃত্বের পরিচয় নিয়ে অজানা আশঙ্কায় রয়েছে।

The post কুমিল্লায় অপহৃত কলেজ ছাত্রীকে অন্তঃস্বত্ত্বা অবস্থায় উদ্ধার! appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2i0Oiab

January 07, 2017 at 09:48PM
07 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top