সদর দক্ষিণ প্রতিনিধি ● কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের ১৫টি গ্রামের ফসলি জমির উপর দিয়ে অপরিকল্পিতভাবে পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর (৩৩ কে.বি) লাইন নির্মাণ শুরু ও স্থানীয় কৃষকদের কোন প্রকার অবহিতকরন ছাড়া সাম্প্রতিক বৈদ্যুতিক খুঁটি স্থাপন করার প্রতিবাদে রবিবার দুপুরে উপজেলা চত্তরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে স্থানীয় কৃষকেরা।
ভোক্তভোগী কৃষকেরা অবিলম্বে ফসলি জমির উপর থেকে পল্লী বিদ্যুতের খুঁটি অপসারনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি সম্পর্কে অবহিত করেন।সদর দক্ষিণ উপজেলা পরিষদ সংলগ্ন চৌয়ারা ইউনিয়নের শ্রীমন্তপুর, উত্তর গোপালনগর, দক্ষিণ গোপালনগর, রামচন্দ্রপুর, প্রতাপপুর, নলচর, কিংবামিশা, বড় বামিশা, ভৈষখলা, যমপুর, সিধাইতুলী, হিরাপুর ও জঙ্গলপুর গ্রামের কৃষকেরা তাঁদের প্রধান অর্থকারী ফসল কৃষি জমি রক্ষার্থে প্রতিবাদ সমাবেশের ডাক দেন।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন চৌয়ারা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী মোখলেছুর রহমান,ইউপি সদস্য যুবলীগ নেতা শাহাদাত হোসেন মেম্বার, ২নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী সুরুজ মিয়া, আওয়ামীলীগ নেতা প্রফেসর রফিকুল ইসলাম, উপজেলা ছাএলীগ নেতা আব্দুল বারেক, বিশিষ্ট সমাজসেবক ডাক্তার এয়াছিন, আব্দুল মানিক হালিম, আবু তাহের, আব্দুল কাদের, আব্দুল মান্নান, হারুন, সফিকুর রহমান, হাজী হাবিবুর রহমান, সেলিম মিয়া, তফাজ্জল হোসেন, আব্দুল হক, তৌহিদুল ইসলাম, মাহাবুব, মাসুদ, জহির প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ স্থানীয় কৃষকদের (জমির মালিক) সাথে কোন প্রকার আলোচনা ছাড়াই কৃষি জমির উপর দিয়ে অবৈধ ভাবে জোড়পূর্বক ৩৩ কেবি লাইনের খুঁটি স্থাপন করছে।কৃষকদের শরীরে বিন্দুমাএ রক্ত থাকা পর্যন্ত কৃষির ক্ষতি করে কোন ভাবেই ফসলি জমির উপর দিয়ে এ সংযোগ নির্মান করতে দেয়া হবে না। উপজেলা পরিষদ সংলগ্ন গ্রাম গুলোর উপর দিয়ে আসা পল্লী বৈদুতের লাইন অবিলম্বে অপসারন করা না হলে উপজেলা পরিষদ ঘেরাও সহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের হুশিয়ারি দেন ভোক্তভোগী কৃষকেরা।
উল্লেখ্য, পরিকল্পনা মন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল এফ.সি.এ (লোটাস কামাল)এমপি, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন কৃষকেরা।
The post সদর দক্ষিণে ফসলি জমির উপর বিদ্যুতের খুঁটির প্রতিবাদ appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2kGOdJU
January 29, 2017 at 06:39PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন