জোহানেসবার্গ, ১৪ জানুয়ারি- কাগিসো রাবাদা-ভার্নন ফিল্যান্ডারের আগুন ঝরানো বোলিংয়ে শ্রীলঙ্কার পতনের শুরুটা হয়েছিল আগের দিন। উইকেট শিকারের সে উৎসবে শনিবার যোগ দিলেন ওয়েন পার্নেল ও নতুন মুখ ডুয়ানে অলিভিয়ের। তাতে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারল না অ্যাঞ্জেলো ম্যাথিউসের দল। তিন দিনেই ইনিংস ও ১১৮ রানে জিতে অতিথিদের হোয়াইটওয়াশ করল দক্ষিণ আফ্রিকা। পেসারদের বিধ্বংসী বোলিংয়ে জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিনে ১৬টি উইকেট হারায় শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ১৩১ রান করার পর দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে অলআউট হয় দলটি। ২০টি উইকেটই নেন প্রোটিয়া পেসাররা। দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে করেছিল ৪২৬ রান। ১৫৫ রান করা জেপি দুমিনি হন ম্যাচ সেরা। আর এক শতক ও দুই অর্ধশতকে ৩০৮ রান করে সিরিজ সেরা হন ডিন এলগার। নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শনিবার ৪ উইকেটে ৮০ রান নিয়ে খেলতে নামা শ্রীলঙ্কা লাঞ্চ পর্যন্তও যেতে পারেনি। শেষ ৬ উইকেটে আর ৫১ যোগ করে তারা। উইকেট শিকারের শুরুটা করেছিলেন রাবাদা-ফিল্যান্ডার, শেষ করেন পার্নেল ও ডুয়ানে অলিভিয়ের। আগের দিনের অপরাজিত অধিনায়ক ম্যাথিউসকে ফেরান রাবাদা আর চান্দিমালকে আউট করেন ফিল্যান্ডার। দুজনই উইকেটের পিছনে ক্যাচ দেন। দুটি করে উইকেট নিয়ে লেজ ছেঁটে দেন পার্নেল ও অলিভিয়ের। ২৯৫ রানে পিছিয়ে থেকে আবার ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার শুরুটা হয় বাজে। দলের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের প্রথম বলে কৌশল সিলভাকে শূন্য রানে ফেরান রাবাদা। উদ্বোধনী ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে (৫০) কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয় সেশনে পাঁচটি উইকেট হারিয়ে অতিথিদের স্কোর দাঁড়ায় ১২৪/৬। শেষ দিকে সুরঙ্গা লাকমলের ২৬ বলে ৩১ রানের ঝড়ো ব্যাটিং স্বাগতিকদের জয়োৎসব একটু বিলম্বিতই করেছে মাত্র। প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়া পার্নেল এবার ৫১ রান খরচায় নেন ৪ উইকেট। অলিভিয়ের ৩৮ রানে নেন ৩ উইকেট। তিন ম্যাচের টেস্ট সিরিজের সবকটিতে জেতা ফাফ দু প্লেসির দল পোর্ট এলিজাবেথে ২০৬ ও কেপ টাউনে ২৮২ রানে জিতেছিল। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১২৪.১ ওভারে ৪২৬ শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৫.৪ ওভারে ১৩১ (করুনারত্নে ০, সিলভা ১৩, মেন্ডিস ৪১, ডি সিলভা ১০, ম্যাথিউস ১৯, চান্দিমাল ৫, থারাঙ্গা ২৪, হেরাথ ৮, লাকমাল ৪, কুমারা ১*, প্রদিপ ৪; ফিল্যান্ডার ৩/২৮, রাবাদা ৩/৪৪, অলিভিয়ের ২/১৯, পার্নেল ২/৩৮) শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৪২.৩ ওভারে ১৭৭ (করুনারত্নে ৫০, সিলভা ০, মেন্ডিস ২৪, ডি সিলভা ১২, ম্যাথিউস ১০, চান্দিমাল ১০, থারাঙ্গা ২৬, হেরাথ ১০, লাকমাল ৩১, কুমারা ০, প্রদিপ ০*; পার্নেল ৪/৫১, অলিভিয়ের ৩/৩৮, রাবাদা ২/৫০, ফিল্যান্ডার ১/৩৫) ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ১১৮ রানে জয়ী সিরিজ: দক্ষিণ আফ্রিকা ৩-০ ব্যবধানে জয়ী ম্যান অব দ্য ম্যাচ: জেপি দুমিনি (দক্ষিণ আফ্রিকা) ম্যান অব দ্য সিরিজ: ডিন এলগার (দক্ষিণ আফ্রিকা) আর/১০:১৪/১৪ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ioqn4X
January 15, 2017 at 05:22AM
14 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top