দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাসের ওরিয়েন্টেশন সম্পন্ন


মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরতলীর মুসলিমবাগ আবাসিক এলাকাস্থ দারুল আজহার শ্রীমঙ্গল ক্যাম্পাসের ওরিয়েন্টেশন (সবক অনুষ্ঠান) ২০১৭ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় মুসলিমবাগস্থ শ্রীমঙ্গল ক্যাম্পাসে ২০১৭ শিক্ষাবর্ষের সবক অনুষ্ঠানের শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাসের প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ। দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল এহসান বিন মুজাহিরের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল আজহার ক্যাডেট মাদরাসা শ্রীমঙ্গল ক্যাম্পাসের উপদেষ্টা মাওলানা আয়েত আলী, শ্রীমঙ্গল ক্যাম্পাসের নির্বাহি পরিচালক আলহাজ খলিলুর রহমান শেরওয়ান, বিশিষ্ট ব্যবসায়ী হানিফ চৌধুরী প্রমুখ। আনুষ্ঠানিকভাবে সবকপ্রদান করেন শ্রীমঙ্গল ক্যাম্পাসের প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদ। ওরিয়েন্টেশন (সবক) অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল ক্যাম্পাসের শিক্ষক মাওলানা মাহবুবুল আলম বাশার, আব্দুস স্বুহান, রাকিব উদ্দিন, আশিকুর রহমান, আতিকুর রহমান, আরিফুল ইসলাম, মুহসিন আবেদিন, মিছবাহ উদ্দিন, শিক্ষিকা আনোয়ারা বেগম, ইয়াছমিন আখতার বৃষ্টি। অভিভাবক-অভিভাবিকাবৃন্দের মাঝে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি গিয়াস মিয়া, আব্দুল হক মান্নান, ইয়াকুব মিয়া প্রমুখ। অনুষ্ঠানেহ শতাধিক শিক্ষার্থীসহ অভিভাবক-অভিভাবিকাগণ স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দারুল আজহার সংগীত পরিবেশন করে মাদানী পুষ্প শিল্পী গোষ্ঠি।



from Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/2i9dz1U

January 10, 2017 at 07:59PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top