ঢাকা, ০১ জানুয়ারি- আসল ল্যাপটপই ভেঙ্গে ফেললেন নওশীন। তবে, বাস্তবে নয় শুট্যিংয়ে। নওশীন বলেন, ছবির শেষ দৃশ্য, আমি রাগ করে সামনে থাকা ল্যাপটপ ভেঙে ফেলব। এজন্য ডামি ও আসল দুটি ল্যাপটপই রাখা হয়। তবে চরিত্রের মধ্যে এমনভাবেই ঢুকে গিয়েছিলাম যে ডামিটা না ভেঙে আসলটাই ভেঙে ফেলি। সাইবার ক্রাইম নিয়ে সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুখোশ মানুষ ছবিটি মুক্তি পেয়েছে ৩০ ডিসেম্বর শুক্রবার। পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল পরিচালিত এই ছবিটির একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নওশীন। এই ছবির শুট্যিং চলাকালীন এমনই কান্ড ঘটনা এ অভিনেত্রী। এই ছবিতে অভিনয় করতে রাজি হলেন কেন? একটি সাক্ষাৎকারে এমন প্রশ্নের জবাবে নওশীন বলেন, গল্পটা সাইবার ক্রাইম নিয়ে, আর মেয়েরাই এই অপরাধের শিকার। তাদের সচেতন করতেই অভিনয় করেছি। এছাড়া চিত্রনাট্য পড়ে মনে হয়েছে এতে অভিনয়ের সুযোগ আছে। ছবিটিতে আরো অভিনয় করেন, হিল্লোল, কল্যাণ, লামিয়া মিমো, মিঠু, রাইজা রশীদ প্রমুখ।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hFQQdN
January 01, 2017 at 04:32PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন