উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন অ্যাক্ট (জিটিএ)-র কার্যকারিতা নিয়ে কেন্দ্র ও রাজ্যকে নোটিশ দিল সুপ্রিমকোর্ট।
জিটিএ আইনের ২৬ নম্বর ধারায় ৫২ টি বিভাগ জিটিএ-কে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যপাধ্যায়। সেই অনুযায়ী কিছু বিভাগের দায়িত্ব জিটিএ-কে দেওয়া হলেও ৫২ টি বিভাগকে আজও জিটিএ-র হাতে তুলে দেওয়া হয়নি।
এদিকে গোর্খা জনমুক্তি মোর্চার দাবি, জিটিএ-র কাজ করতে গিয়ে প্রতিটি পদক্ষেপে রাজ্যের কাছ থেকে সহযোগিতা মেলেনি। রাজ্যের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টের দারস্থ হয় মোর্চা। সেই মামলায় বৃহস্পতিবার কেন্দ্র ও রাজ্যকে নোটিশ জারি করল মুখ্য বিচারপতি জে এস খেহরের বেঞ্চ। দুপক্ষকেই চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে।
চলতি মাসের শেষ সপ্তাহে মোর্চা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের বৈঠক হওয়ার কথা। জিটিএ প্রধান তথা মোর্চা সুপ্রিমো বিমল গুরুং জানিয়েছেন, ওই বৈঠকে কোনো সমাধান সূত্র না বেরোলে তাঁরা আমরণ অনশনে বসবেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2ijgrpi
January 06, 2017 at 07:42PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন