উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ এক অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ায় গ্রেফতার করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্রকে। জানা গিয়েছে, এক ডেলিভারি বয়কে মারধর করে তাঁর কাছ থেকে দামি ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে ওই চার পড়ুয়াকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগকারী সেলভিন জানান, অভিযুক্তরা ২৬ হাজার টাকা দামের ফোনের অর্ডার দেয়। সেইমতো মোবাইলটি সংশ্লিষ্ট ঠিকানায় ডেলিভারি দেওয়ার জন্য তিনি যান। কিন্তু সেখান থেকে দুজন তাঁকে জানায় তাদের বন্ধু সেই অর্ডার দিয়েছে। তারপর তারা সেই বন্ধুর কাছে নিয়ে যাওয়ার নামে একটি নির্জন জায়গায় নিয়ে যায় সেলভিনকে। ওই দুজনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় সেলভিন তাদের বাইকের নম্বর লেখে নেন। তারা সেই নির্জন জায়গায় নিয়ে গিয়ে সেলভিনকে মারধর করে এবং ফোনের প্যাকেটটি তাঁর কাছ থেকে ছিনিয়ে নেয়।
এই ঘটনায় এফআইআর দায়ের করার পর পুলিশ ওই চার জন অভিযুক্তকে গ্রেফতার করে।
from Uttarbanga Sambad http://ift.tt/2kzDX1N
January 27, 2017 at 02:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন