সৈয়দপুরে মায়েদের পা ধুয়ে দিলেন সন্তানরা



মায়ের দুধের ধার, কাটিয়েগায়ের চাম, পাঁপস বানালেওশোধ হবে নাএই মায়েদের পা ধুয়ে খাইয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপনকরলেন সৈয়দপুর সরকারি কারিগরি কলেজেরপ্রায় হাজার শিক্ষার্থী সোমবারসকালে কলেজের সবুজ চত্বরেআয়োজিত মায়েদের পা ধোয়া খাওয়ানো অনুষ্ঠান দেখে অনেকে আবেগপ্রবণহয়ে পড়েন এবং চোখেরজল ধরে রাখতে পারেননি কলেজেরঅধ্যক্ষ আমির আলীর আজাদেরচিন্তা ভাবনায় এইব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানেজড়ো হন হাজার খানেকমা প্রতিষ্ঠানে পড়য়া শিক্ষার্থীরা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছাবক্তব্য রাখেন অধ্যক্ষ . আমির আলী আজাদ, সহকারীপ্রধান শিক্ষক ফরিদা বানু, শিক্ষক রেজাউল করিম, আবুল কালামআজাদ, সাংবাদিক এম. আর আলমঝন্টু, সৈয়দপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইত্তেফাক রিপোর্টার মো. আমিরুজ্জামান, শিক্ষার্থীরমা জান্নাতুল মাওয়া প্রমুখঅনুষ্ঠানটি সঞ্চালন করেন শিক্ষিকা ইসমতজেরিন
অনুষ্ঠানে প্রায় হাজারশিক্ষার্থী তাদের মায়ের পাধুয়ে মুছে দেন এবংএতদিন যে মা তাদেরখাইয়েছে সেই মায়ের মুখেখাদ্য তুলে দেন। অঙ্গীকারকরেন যতদিন বেঁচে থাকবেনমায়েদের অমর্যাদা করবেন না। অনুষ্ঠানেআসা ১০ শ্রেণির ছাত্রীসৈলীর মা সায়রা বানু, আরেক ১০ শ্রেণির ছাত্রীসীমলা রায়ের মা রাধারানীপ্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আমাদের মা হওয়ার স্বপ্নপূরণ হয়েছে বলে মনেকরি। মায়েদের এই সম্মানের মাধ্যমেমানবিক মূল্যবোধ সৃষ্টি হবে এমনটিমনে করেন তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ সূত্রঃ আমাদেরঅর্থনীতি/ ৩১-০১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2jQww9b

January 31, 2017 at 06:33PM
31 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top