উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ হিমালয়ের পাদদেশ ডুয়ার্সকে ছোট্ট ভারতবর্ষ রূপে তুলে ধরার একটি প্রচেষ্টা- আগেও হয়েছে, এখনও চলছে। এই প্রচেষ্ঠা এখনও চালিয়ে যাচ্ছেন ভারতের গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের কুমারগ্রাম জোন। রবিবার শুরু হয়েছে কামাক্ষ্যাগুড়ি হাই স্কুলের মাঠে ছোট্ট ভারতবর্ষের চিত্র ফুটে উঠেছে দু দিন ব্যাপী রায়ডাক-সংকোশ ২০১৭ উত্সবের প্রথম দিনে। এবার ১৪ তম বর্ষে পড়ল এই উত্সব।
বিভিন্ন জনজাতির মানুষ পরিস্থিতির চাপে হারিয়ে যেতে বসা তাদের কৃষ্টিকে তুলে ধরতে ও সংরক্ষণ করতে এবং ডুয়ার্সের বিভিন্ন জনজাতির মাতৃভাষা সংরক্ষণের জন্য রকমারি সাজে উপস্থিত হয়েছেন উত্সব মঞ্চে। প্রতি বছরই এই উত্সবের অপেক্ষায় থাকেন ব্লকের রাভা, মেচ, সাঁওতাল, নেপালি সহ বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ।
from Uttarbanga Sambad http://ift.tt/2jdf1zp
January 22, 2017 at 11:32PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন