কলকাতা, ০৩ জানুয়ারি- চিরঞ্জিতের বহু আলোচিত একটি ডায়লগ নিয়ে এবার একটু অন্যভাবে মুখ খুললেন চিরঞ্জিত নিজেই। পুরোপুরি অন্যভাবে ডায়লগটিকে ব্যাখ্যা করলেন এই অভিনেতা। নিজের কানেই শুনে নিন কী বললেন চিরঞ্জিত। বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা সংসার সংগ্রাম ছবিতে প্রখ্যাত অভিনেতা চিরঞ্জিতের এই ডায়লগটির জনপ্রিয়তা এক সময় আকাশ ছুঁয়েছিল। পরবর্তী সময়ে এই ডায়লগটিকে নিয়ে হাসির খোরাকও হয়েছে প্রচুর। কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে বা সাক্ষাতে চিরঞ্জিতবাবুর কাছে যতবার এই ডায়লগটি শুনতে চাওয়া হয়েছে, ততবার তিনি অম্লানবদনে এই ডায়লগটি শুনিয়েছেন। এবার এই ডায়লগ নিয়ে একটু অন্যভাবেই মুখ খুললেন খোদ চিরঞ্জিত। রীতিমতো বললেন, ডায়লগটি সিনেমায় চললেও আসলে ডায়লগটি না-কি ভুল। একটু অন্যভাবেই ডায়লগটিকে ব্যাখ্যা করলেন এই অভিনেতা। নিজের কানেই শুনে নিন কী বললেন চিরঞ্জিত: আর/১০:১৪/০৩ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2hMtnTz
January 04, 2017 at 05:49AM
03 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top