উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বাগডোগরাঃ সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত টানা ১৬ ঘন্টা খোলা থাকবে বাগডোগরা বিমানবন্দর। আগামী মার্চ থেকেই এই ব্যবস্থা শুরু করা হবে বলে জানান বাগডোগরা বিমানবন্দরের ডিরেক্টর রাকেশ আর সহায়। তিনি জানান, ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন (বিসিএএস) তাঁর মতামত ইতিমধ্যেই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স (সিআইএসএফ) কে জানিয়ে দিয়েছেন। দিল্লিতে বৈঠক করে সহায় জানান, আগামী মার্চ থেকেই দিনে ১৬ ঘন্টা ২টি সিফটে কাজ করবেন কর্মীরা। এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া কে বিষয়টি জানানো হয়েছে। সহায় জানান, এটি একটি বহু প্রতিক্ষিত কাজ যা বাস্তব রূপ নিতে চলেছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2ktrBJs
January 27, 2017 at 09:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন