ঢাকা, ২৯ জানুয়ারি- সাকিব, তামিমের পর এবার পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এ নাম লেখালেন মাহমুদ উল্লাহ রিয়াদ। এই তারকা অলরাউন্ডার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে আসন্ন টুর্নামেন্টে খেলবেন। দলটির টুইটার পেইজে একটি টুইটের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছে। জানা গেছে, অস্ট্রেলিয়ার ব্র্যাড হজের বদলে মাহমুদ উল্লাহকে নির্বাচিত করা হয়েছে। আগামী মাসের ৯ তারিখ থেকে শুরু হবে পিএসএল। তবে শুরুতেই দলের সাথে যোগ দিতে পারবেন না রিয়াদ। কারণ একই দিনে শুরু হবে ভারতের মাটিতে ঐতিহাসিক টেস্ট। সেই ম্যাচে রিয়াদ দলের অবিচ্ছেদ্য অংশ। তাই ভারত সফর শেষ করেই পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবেন তিনি। এদিকে টুইট করে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স জানিয়েছে, ব্র্যাড হজের বদলি হিসেবে বাংলাদেশের কার্যকরী অলরাউন্ডার মাহমুদ উল্লাহ রিয়াদকে দলে নিতে পেরে আমরা আনন্দিত। আর/১৭:১৪/২৯ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jEIH8N
January 30, 2017 at 12:20AM
29 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top