কুমিল্লার এসপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক ● সেবা, সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের মধ্য দিয়ে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখার স্বীকৃতি স্বরূপ সদ্য সমাপ্ত পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান শেষে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের হাতে বিপিএম (সেবা) পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ পদকে উজ্জীবিত হয়ে ওঠেছে জেলা পুলিশ বিভাগের কর্মকর্তারা।

ওই পদক প্রাপ্তির পর পুলিশ সুপার স্ব-পরিবারে শনিবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি এলাকায় পৌছলে পুলিশের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইও-১ মো. মাহাবুবুর রহমান, জেলা গোয়েন্দা শাখার ওসি একেএম মনজুর আলম, পরিদর্শক মনোয়ার হোসেন, এসএম বদিউজ্জামানসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ মে কুমিল্লার পুলিশ সুপার হিসেবে যোগ দেন মো. শাহ আবিদ হোসেন। এরপর থেকে জেলার অপরাধ দমনে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁরই দিক-নির্দেশনায় থানা পুলিশ, ডিবি ও অন্যান্য আইন-প্রয়োগকারী সংস্থা সমূহ অস্ত্র, মাদক উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেফতারসহ অনেক চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করা হয়।

The post কুমিল্লার এসপিকে ফুলেল শুভেচ্ছা জানালেন কর্মকর্তারা appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2k3mQGE

January 28, 2017 at 08:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top