উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, বোলপুরঃ ভাঙরে পাওয়ার গ্রিডের পর এবার থেমে গেল বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ। চাষের জমিতে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় নির্মাণ না করতে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন কৃষকরা। প্রস্তাবিত জমির প্রাচীর ভেঙে, টায়ারে আগুন ধরিয়ে আগুন জ্বালিয়ে দেয় তাঁরা।
বিশ্ববিদ্যালয় নয়, শিল্প গড়ার দাবিতে বিক্ষোভ দেখালেন কৃষকরা। তাঁদের বক্তব্য ওই এলাকায় শিল্প গড়ে উঠলে তাতে অনেক কর্মসংস্থান হবে। এই দাবিতে এদিন সকাল থেকে ওই এলাকায় বিক্ষোভ চালায় তাঁরা। ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দিতে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী।
আলোচনার মাধ্যমেই এই বিক্ষোভ মোকাবিলা করা সম্ভব হবে বলে ভরসা রাখছে প্রশাসন। খুব শীঘ্রই বিক্ষোভকারীদের সঙ্গে প্রশাসন কর্তারা বৈঠক করবেন বলে জানা গিয়েছে। প্রকল্প এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2kGLDjD
January 30, 2017 at 11:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন