কংগ্রেসে যোগ দিলেন নভজ্যোত সিং সিদ্ধু

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ রবিবার কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধির সঙ্গে বৈঠকের পর প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবীদ নভজ্যোত সিং সিদ্ধু আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন। পাঞ্জাবে নির্বাচনের আগেই এই সিদ্ধান্ত নিলেন তিনি।

বিজেপি নেতা অরুণ জেটলির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ায় সিদ্ধু বিজেপি দল ছাড়তে বাধ্য হন। ভারতীয় জনতা পার্টির থেকে গত ১৪ সেপ্টেম্বর তিনি পদত্যাগ করেন।

কংগ্রসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা এবং কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধি সিদ্ধুর দলে যোগদানেকে স্বাগত জানিয়েছেন।



from Uttarbanga Sambad http://ift.tt/2iWpT22

January 15, 2017 at 07:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top