ওসমানী স্কুল প্যারেন্টস গ্রপের সংবাদ সম্মেলন

5

শিহাবুজ্জামান কামাল, লন্ডন: নামপরিবর্তনের সিদ্ধান্ত পূর্ণ বাতিলে প্যারেন্টস ও সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবাণ
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেট এলাকার ঐতিহ্যবাহী ওসমানী প্রাইমারী স্কুলের নাম পরিবর্তন করে ‘ ভ্যালেন্স প্রাইমারী স্কুল’ করার সিদ্ধান্তের প্রতিবাদে ‘ ওসমানী স্কুল প্যারেন্টস গ্রপের উদ্যোগে এক সংবাদ সম্মেলন ২৬ জানুয়ারী বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি হলে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কাউন্সিলার সুলুক আহমদ। সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ৩০ বছরের পুরাতন ওসমানী প্রাইমারী স্কুলের নাম পরিবর্তনের সিদ্ধান্ত সম্পূর্ণরুপে বাতিল করারজোর দাবী জানানো হয়েছে।
সভায় বক্তব্য রাখেনসাবেক কাউন্সিলার আব্দুল আজিজ সরদার, সাবেক কাউন্সিলার আলা উদ্দিন, টিচার্স এসোসিয়েশনের সভাপতি আবু হোসেন, কাউন্সিলার ওহিদ আহমদ, কমিউনিটি নেতা মাহবুব হোসেন, বদরুল চৌধুরী, বিলাহ উইলকিতি প্রমুখ।
সংবাদ সম্মেলনে স্কুলের গভর্নিংবডির নাম পরিবর্তনের সিদ্ধান্তকে আপাতত স্থগিত করার সিদ্ধান্তকে স্বাগতজানিয়ে বলা হয়, সকল প্যারেন্টসদের ঐক্যবদ্ধ ভাবে ওসমানী স্কুল নাম রাখার ব্যাপারে চাপ প্রয়োগ করতে হবে। সংবাদ সম্মেলনে যারা এ আন্দোলনে অংশ নিয়েছেন তাঁদের সবাইকে ধন্যবাদ জানানো হয়। সম্মেলনে বলা হয় স্কুলের প্রধান শিক্ষক প্যারেন্টসদের সাথে এক বৈঠকে বলেছেন যে, টাওয়ার হ্যামলেট কাউন্সিল স্কুলের নাম পরিবর্তনকে অনুমোদন দিয়েছে, তাঁরা এব্যাপারে সঠিক তদন্তের দাবী করেন।
পরে এব্যাপারে সাংবাদিকরা বিভিন্ন প্রশ্ন করলে নেতৃবৃন্দরা তার জবাব দেন।



from যুক্তরাজ্য ও ইউরোপ – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2jXOWms

January 27, 2017 at 02:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top