অস্ত্র মামলায় বিনোদপুর সাবাড়িতলা গ্রামের দুলালের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় শিবগঞ্জ উপজেলার বিনোদপুর সাবাড়িতলা গ্রামের দুলাল ইসলাম (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় তাকে ১০ বছর সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইবুনাল-১ এর বিচারক এবং জেলা ও দায়রা জজ এনামুল বারী আসামীর উপস্থিতিতে এই দন্ডাদেশ প্রদান করেন। দুলাল ইসলাম সাবাড়ীতলা গ্রামের আনোয়ার ইসলামের ছেলে।
সরকারী কৌসুলী (পিপি) জবদুল হক ও মামলার সংক্ষিপ্ত বিরণে জানাযায়, ২০১৩ সালের ২২ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গোমস্তাপুর উপজেলার চৌডালা ফেরিঘাট এলাকায় ২টি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগজিনসহ দুলালকে আটক করে। এঘটনায় ওইদিনই র‌্যাব-৫ রাজশাহীর সহকারী উপপরিচালক (ডিএডি) কামাল হোসেন গোমস্তাপুর থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২০। মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার উপপরিদর্শক নূর মোহম্মদ সরকার একই বছরের ৩০ অক্টোবর আদালতে  ২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করেন। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার আদালত দুলাল ইসলামকে দোষী সাব্যস্ত করে অস্ত্র আইনের ১৯ এ ধারায় যাবজ্জীবন এবং ১৯ এফ ধারায় ১০ বছর সশ্রম কারাদন্ড ও দশ হাজার টাকা জরিমানা  দন্ডাদেশ প্রদান করে। দন্ড দুটি একই সাথে কার্যকর হবে। একই মামলায় অপর আসামী শিবগঞ্জের বিনোদপুর চামাটোলা গ্রামের জিল্লুর রহমানের ছেলে মিস্টার (৩৩) কে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩১-০১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2jQMUE9

January 31, 2017 at 06:52PM
31 Jan 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top