কলকাতা, ১০ জানুয়ারি- ভারতের সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়িতে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, মেদিনীপুরে যাবেন না। সেখানে গেলে ফল ভালো হবে না। আর এই চিঠি নিয়েই চাঞ্চল্য তৈরি হয়েছে দেশটির ক্রীড়া মহলে। আগামী ১৯ জানুয়ারি মেদিনীপুরে একটি ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালে সৌরভকে আমন্ত্রণ জানানো হয়েছে। সৌরভ যাওয়ার ব্যাপারে সম্মতিও জানিয়েছেন। তার পরেই এই হুমকির চিঠি পান সৌরভ। বেহালার বাড়িতে কুরিয়ারে এই চিঠি পান ভারতের সাবেক অধিনায়ক। যেখানে লেখা, অনুষ্ঠানে না যাওয়ার জন্য আপনার ছেলেকে সতর্ক করা হলো। যদি এর পরেও তিনি অনুষ্ঠানে যান, তাহলে আপনি তাকে আর দেখতে পারবেন না। বিষয়টির কথা সৌরভ নিজেও স্বীকার করেছেন। কারা এই চিঠি পাঠাতে পারে, তা নিয়েই এখন চলছে জল্পনা। যাদের আমন্ত্রণে সৌরভের যাওয়ার কথা তাদেরও সৌরভ চিঠির বিষয়ে জানিয়েছেন। একটি অংশ মনে করছে, এটা জেলার অভ্যন্তরীণ দ্বন্দ্ব। যারা সৌরভকে নিয়ে যাচ্ছেন তাদের অপদস্থ করতেই হয়ত এই চিঠি পাঠানো হয়েছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া আর/১০:১৪/১০ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2i8QEnv
January 10, 2017 at 11:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top