শীঘ্রই আসতে চলেছে ১০০০ টাকার নোট

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ কয়েক মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে নতুন ১০০০ টাকার নোট। সূত্রের খবর, বাতিল হওয়া ৫০০ এবং ১০০০ টাকার নোট বদলানোর সুযোগ পেতে পারেন নাগরিকরা তবে তা শর্তসাপেক্ষ হতে পারে।

জানা গিয়েছে, নতুন ১০০০ টাকার নোট আগের নোটগুলি থেকে আকারে ছোটো এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য সমন্বিত হবে। ডিসেম্বর মাসে সরকার জানিয়েছিলেন, ১০০০ টাকার নোট আসতে আরও কিছুদিন সময় লাগবে। নোট ছাপানোর কাজ চলছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2k32L3f

January 28, 2017 at 05:25PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top