বিশ্বনাথে দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া : প্রবাসীর বাসায় হামলা ও লুঠপাটের অভিযোগ

16128

মোঃ আবুল কাশেম , বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার জানাইয়া গ্রামের লিটন মিয়া ও আঙ্গুর মিয়ার লোকজনের মধ্যে গতকাল মঙ্গলবার রাত পৌনে ১০ টায় উপজেলা সদরের পুরান বাজারস্থ মাছ হাটার সামনে এ ঘটনা ঘটে। এতে নারীসহ ৫জন আহত হয়েছেন। তবে তাৎক্ষনিক আহতদের নান জানা যায়নি। এসময় যুক্তরাজ্য প্রবাসী  সিরাজুল ইসলাম সিরাজের বাসায় হামলা ও লুঠপাটের অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এ ব্যাপারে সিরাজুল ইসলাম সিরাজ বলেন, অর্তিকিতভাবে তার বাসায় আলাল মিয়া ও আঙ্গুর মিয়ার নেতৃত্বে হামলা করা হয়। এসময় তিনি বাসায় ছিলেন না। হামলাকারীরা বাসায় রক্ষিত টিভিসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেছে এবং ঘরে থাকা স্বর্ণ ও টাকা লুঠ করে নিয়ে যায়। প্রতিপক্ষের আনিত অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।

আলাল মিয়া বলেন, সিরাজুল ইসলামের ভাতিজা লিটন আমার মামাতো ভাই আসক আলীকে একটি জাল বিদেশী ডলার দেওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরুধ চলে আসছে। এব্যাপারে আজ রাতে বিচার দিতে সিরাজুল ইসলামের বাসায় আসক আলীর ভাই আঙ্গুর মিয়া গেলে তিনি কেসিগেইট লাগিয়ে তাকে মারধর করে আটকে রাখেন। খবর পেয়ে আমরা আঙ্গুর মিয়াকে উদ্ধারের জন্য গেলে আমাদের উপরও হামলা করা হয়। ভাংচুর ও লুঠপাটের অভিযোগ সঠিক নয় বলে তিনি দাবি করেন।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) মনিরুল ইসলাম পিপিএম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এব্যাপারে এখনো থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থাগ্রহন করা হবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2iPZaXk

January 18, 2017 at 06:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top