উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রায়গঞ্জঃ নতুন বছরে নতুন শপথ নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। নতুন বছর থেকে এইড্স আক্রান্ত মহিলাদের আত্মনির্ভর করে তুলতে অভিনব উদ্যোগ শুরু করতে চলেছে উত্তর দিনাজপুর জেলা।
ভিনরাজ্যে কাজ করতে গিয়ে এইচআইভি আক্রান্ত হয়ে ফেরেন বহু শ্রমিক। সচেতনতার অভাবে অনেক সময় তাদের স্ত্রীর রক্তেও মিশে যায় এই মারণ রোগের জীবাণু। ওইসব মহিলাদের জীবিকার নতুন দিশা দেখাতে স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে তাঁদের যুক্ত করার প্রক্রিয়া শুরু করেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। তবে আক্রান্ত মহিলা রোগীদের সম্পর্কে কোনো তথ্য জানানো হবে না স্বনির্ভর দলের বাকি সদস্যদের।
জেলাশাসক আয়েষা রানি এ বলেন, জটিল রোগে আক্রান্ত মহিলারা যাতে কর্মসংস্থানের মাধ্যমে আয় করতে পারে সেই লক্ষ্যে প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে। এই কাজ কতটা প্রয়োজন ছিল তা আক্রান্তের সংখ্যাতেই প্রমাণ মেলে। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে এই রোগে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় সাত হাজার। সারা ভারতে এই রাজ্য দ্বিতীয়।
from Uttarbanga Sambad http://ift.tt/2jin5N7
January 11, 2017 at 06:10PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন