বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফুটবল ক্লাব শ্যাপেকোয়েন্সের জন্য কলম্বিয়ার বিপক্ষে প্রদর্শনী ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে। রিও ডি জেনিরোর নিলটন সান্তোস স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ২৫ জানুয়ারির এই ম্যাচটির জন্য পূর্ণাঙ্গ দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে। ব্রাজিলিয়ান ক্লাবগুলোতে খেলা ফুটবলারদের নিয়েই গঠন করা হয়েছে এই দলটির। ২০১৫ কোপা আমেরিকার পর এই প্রথম আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সাবেক অধিনায়ক এবং এক সময়ের বিশ্বসেরা স্ট্রাইকার রবিনহো। কলম্বিয়ার বিপক্ষে প্রদর্শনী ম্যাচটিতে খেলবেন শুধু মাত্র ঘরোয়া ফুটবলের খেলোয়াড়রাই। ব্রাজিলের বাইরে খেলা ফুটবলারদের এই দলে নেয়া হয়নি। যে কারণে, নেইমার-মার্সেলো, দানি আলভেজ কিংবা অস্কাররা সুযোগ পাচ্ছেন না তিতের দলে। এ সুযোগই নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছেন রবিনহো। গত বছ ব্রাজিলিয়ান লিগে সর্বোচ্চ ২৫ গোল করেছিলেন রবিনহো। একই সঙ্গে ২০০৮ সালের পর এই প্রথম ব্রাজিলিয়ান দলে খেলার সুযোগ পাচ্ছেন ৩১ বছর বয়সী দিয়েগো। অলিম্পিক সোনাজয়ী ফুটবলার ওয়েভার্টন, রড্রিগো কাইও, ওয়াল্যাক এবং লুয়ানকে নেয়া হয়েছে এই দলে। গত নভেম্বরে শ্যাপেকোয়েন্সের বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার পর থেকে কলম্বিয়ানরাও বেশ ব্যথিত হয়েছে ব্রাজিলের প্রতি। এ কারণেই মূলতঃ ২৫ জানুয়ারি ক্লাবটির জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে প্রীতি ম্যাচ খেলার জন্য রাজি হয়ে যায় তারা। বিমান বিধ্বস্তের ঘটনায় ৭১জন নিহত হয়েছিলেন। যাদের মধ্যে প্রায় ২০জন ছিলেন শ্যাপেকোয়েন্সের ফুটবলার। বাকিরা ক্লাবের কোন না কোনো পর্যায়ের কর্মকর্তা। এছাড়া ছিলেন কয়েকজন সাংবাদিকও। ব্রাজিল দল গোলরক্ষক: আলেক্স মুরালহা, দানিলো ফার্নান্দেস, ওয়েভার্টন। ডিফেন্ডার : গারোমেল, লুয়ান গার্সিয়া, রদ্রিগো কাইও, ভিতর হুগো, ফ্যাবিও সান্তোস, ফাগনার, জর্জে, মার্কোস রোকা। মিডফিল্ডার : ক্যামিলো, দিয়েগো, গুস্তাভো স্কারপা, হেনরিক, লুকাস লিমা, রদ্রিগুইনহো, ওয়াল্যাক, উইলিয়ান অ্যারোয়া। ফরোয়ার্ড : দিয়েগো সউজা, ডুডু, লুয়ান, রবিনহো। আর/১৭:১৪/১৯ জানুয়ারি
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jCll4B
January 20, 2017 at 04:27AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন