মহিপুর কলেজে শহীদ মিনার নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে মহিপুর কলেজে শহীদ মিনার নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে শহীদ মিনার নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব আলী, কলেজ পরিচালনা কমিটির সভাপতি আতাউল ইসলাম, অধ্যক্ষ একরামুল হক, গোবরাতলা ইউপি চেয়ারম্যান আসজাদুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমিনুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মুনিরুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানে জানানো হয়, সাড়ে তিন লক্ষ টাকা ব্যয়ে নির্মিতব্য শহীদ মিনারে এবছরের  ২১ ফেব্রূয়ারীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ফুল দিয়ে উদ্বোধন করা হবে।
এদিকে দুপুরে একই ইউনিয়নের এসএএম উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীনবরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন একাডেমিক ভবন নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাংসদ আব্দুল ওদুদ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2jpwz8k

January 28, 2017 at 09:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top