সোশ্যাল মিডিয়ায় অভিযোগ জানালে শাস্তি পেতে হবে জওয়ানদেরঃ সেনাপ্রধান

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ জওয়ানদের কোনো অভিযোগ থাকলে তা সোশ্যাল মিডিয়ায় না বলে সরাসরি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা বলেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। কেউ যদি তা না মেনে সোশ্যাল মিডিয়ায় তাঁদের অভিযোগ পোস্ট করেন তবে তাঁদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে বলে জানিয়ে দিলেন তিনি।

সৈনিক দিবস উপলক্ষ্যে এক অনুষ্ঠানে বকৃক্তা রাখতে গিয়ে সেনাপ্রধান জানান, জওয়ানদের কোনোরকম অভাব-অভিযোগ থাকলে সে ব্যাপারে জানানোর জন্য নির্দিষ্ট জায়গা রয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে সমস্যা মেটাতে হবে, আর তাতেও যদি অভিযোগকারীরা সন্তুষ্ট না হন, তবে সরাসরি সে ব্যাপারে সেনাপ্রধানের কাছে যোগাযোগ করতে পারেন। তিনি আরও জানান, জওয়ানরা যেভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যেমে অভিযোগ জানাচ্ছেন, তাতে সীমান্ত এলাকায় থাকা সাহসী জওয়ান যারা দেশকে রক্ষা করছে, তাঁদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।



from Uttarbanga Sambad http://ift.tt/2jMLmdL

January 15, 2017 at 09:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top