শপথ নিয়েছেন কুমিল্লা জেলা পরিষদের নতুন চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক ● প্রথমবারের মত ভোটের মাধ‌্যমে নির্বাচিত কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল অব. আবু তাহের শপথ নিয়েছেন। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে কুমিল্লাসহ দেশের ৫৯ জেলা পরিষদের চেয়ারম্যানদের শপথ পড়ান।

গত ২৮ ডিসেম্বর কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৬ ভোটে বিজয়ী হন আবু তাহের। চশমা প্রতীক নিয়ে তিনি পেয়েছিলেন ১২৭৯ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কুমিল্লা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১২৩৩ ভোট।

এদিকে জেলা পরিষদের এই নির্বাচিত জন প্রতিনিধিদের ‘সৎ ও নিষ্ঠাবান’ থেকে দেশের উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

15896219_983697111763041_7516510532023877107_o

জেলা পরিষদের সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড সদস‌্যরা আগামী ১৮ জানুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ নেবেন বলে স্থানীয় সরকার সচিব আবদুল মালেক জানান।

১৯৮৮ সালে এইচ এম এরশাদ সরকার প্রণীত স্থানীয় সরকার (জেলা পরিষদ) আইনে জেলা পরিষদের চেয়ারম্যানকে সরকার কর্তৃক নিয়োগ দেওয়ার বিধান ছিল; পরে আইনটি অকার্যকর হয়ে পড়ে।

১৯৮৯ সালে তিন পার্বত্য জেলায় একবারই সরাসরি নির্বাচন হয়েছিল। ২০০০ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার নির্বাচিত জেলা পরিষদ গঠনের জন্য নতুন আইন করে।

এরপর ২০১১ সালের ১৫ ডিসেম্বর সরকার ৬১ জেলায় আওয়ামী লীগের জেলা পর্যায়ের নেতাদের প্রশাসক নিয়োগ দেয়। অনির্বাচিত এই প্রশাসকদের মেয়াদ শেষে এবারের নির্বাচন হয়।

The post শপথ নিয়েছেন কুমিল্লা জেলা পরিষদের নতুন চেয়ারম্যান appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2icRsbb

January 11, 2017 at 07:27PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top