ঢাকা, ২৫ জানুয়ারি- ছোট বেলা থেকেই যার শিল্পচর্চার শুরু তিনি অভিনেত্রী শামিমা তুষ্টি। নাচ, মঞ্চ নাটক, টেলিভিশন নাটক নিয়েই তার ব্যস্ততা। তবে আরও একটি ব্যস্ততা রয়েছে তার। সেটি হলো সামাজিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখা। এই কর্মকাণ্ডকে ঘিরে তিনি এখন একটি ফাউন্ডেশন দিয়েছেন। নাম তার আমরা মানুষ ফাউন্ডেশন। বছরের প্রথম মাস থেকেই টানা এপ্রিল মাস পর্যন্ত কাজ করবেন মানুষের জন্য। বিশেষ করে মুক্তিযুদ্ধের উপর কাজ করছেন বেশি। তাছাড়া ২০ জন আর্থিকভাবে অসচ্ছল মেধাবী ছেলে-মেয়ের পড়ালেখার খরচ দিচ্ছেন তারা। তিনি জানান, সামনে আরও অনেককিছুই করবে তুষ্টি ও তার ফাউন্ডেশন। সামাজিক কর্মকাণ্ড নিয়েই যে শুধু ব্যস্ত তা নয়। অভিনেত্রী হিসেবে যেহেতু তিনি পরিচিত তাই অভিনয়েও তাকে সময় দিতে হয়। আর তাই তার অভিনীত বেশ কিছু ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে এখন চ্যানেলগুলোতে। তার মধ্যে রয়েছে নতুন তিনটি নাটক। এর মধ্যে আছে সকাল আহমেদ এর বাবুই পাখির বাসা, মুনতাসির বিপন এর অল্প সল্প গল্প, আক্তার তুহিনের এর অয়নের ডায়রী। তবে একেবারেই এক ঘণ্টার নাটকে তিনি সময় দিচ্ছেন না। নিজের প্রতিষ্ঠান এবং ধারাবাহিক নাটকে অভিনয় নিয়েই তিনি ব্যস্ত থাকতে চান। শিল্পের মানুষ তিনি তাই চেষ্টা করে যাচ্ছেন নিজেকে একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে। বাবা মুহিদুল ইসলাম ইবু বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার প্রথম পতাকা বহনকারী হওয়াতে তুষ্টির দেশের প্রতি একটু টান বেশি। আর তাইতো দেশের যেকোন অবস্থাতেই নিজেকে দেশের কাজের সঙ্গেই রাখেন। আর/১০:১৪/২৫ জানুয়ারি



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ktc8w2
January 26, 2017 at 04:19AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top