ক্লদিও ক্যানিজিয়া। নামটি কি চেনা চেনা লাগছে? আর্জেন্টিনার এই সাবেক ফরোয়ার্ড জাতীয় দলের হয়ে ৫০টি ম্যাচ খেলেছেন। ১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালে ইতালিকে হটিয়ে দেওয়ার অন্যতম নায়ক তিনি। সেই দলে খেলছিলেন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা। এমন বাবার মেয়ে এই প্রজন্মের আর্জেন্টাইন কিংবদন্তি মেসির ভক্ত হবে তা আশ্চর্যের নয়। আশ্চর্যের হলো, তার পছন্দের তালিকায় আছে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালোদো! ক্লদিও ক্যানিজিয়ার ২৩ বছর বয়সী মেয়ে শার্লট ক্যানিজিয়া আর্জেন্টিনার বর্তমানের একজন নামী সুপার মডেল। ফুটবল তার রক্তে। তাই মডেলিংয়ের ঝলমলে জগতের পাশাপাশি ফুটবলেও মজে থাকেন তিনি। কিন্তু সমস্যা হলো, মেসি এবং রোনালদো দুজনকেই তিনি ভালোবাসেন। এদের মধ্য থেকে একজনকে বেছে নিতে বলা হলে তিনি মহাবিপদে পড়বেন বলে জানালেন সংবাদমাধ্যমকে। শার্লট বললেন, একজন আর্জেন্টাইন হিসেবে আমি অবশ্যই মেসিকে ভালোবাসি। কিন্তু রোনালদোকেও পছন্দ না করার উপায় নেই। দুজনের মধ্য থেকে কাউকে বেছে নিতে বলা হলে আমি সমস্যায় পড়ব। কারণ ওরা দুজনেই খুব অসাধারণ! ফুটবলারদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্য করে খবরের শিরোনাম হয়েছেন শার্লট। নিন্দুকরা বলছে, এসব নাকি কেবলই নিজেকে হাইলাইট করা প্রচেষ্ঠা। সেটা যাই হোক না কেন, তার কথাটা কিন্তু ফেলে দেওয়ার মত নয়।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2jLSyto
January 31, 2017 at 07:56AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন