বিএমএ ও ভারসাটাইলস’র উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ডা. আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু, ডা. মঈন উদ্দিন আহমেদ মন্টু, ডা. এমদাদুল হক, ডা. ময়েজ উদ্দিন ও ফিরোজ কবির স্মরণে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১’শজন দরিদ্র মানুষের মাঝে ১টি করে কম্বল বিতরণ করা হয়। শনিবার সকালে সাধারণ পাঠাগার চত্বরে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন-বিএমএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা কম্বল গুলি বিতরণ করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএমএম’র সভাপতি ডা. দুরুল হোদা, সাধারণ সম্পাদক ডা. গোলাম রাব্বানী ফটিক, সাংগঠনিক সম্পাদক নাহিদ ইসলাম মুন, ডা. রবিউল আলম, ডা. ওমর ফারুক, সাবেক সভাপতি ডা. আব্দুস সালাম, ডা. নাদিম সরকার প্রমুখ।

অপর দিকে মোবাইল ফোন সিমফোনি’র সৌজন্যে ও স্থানীয় সংগঠন ভারসাটাইলস’র সার্বিক ব্যবস্থাপনায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিপুরে ৫’শজন দরিদ্র মানুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দীন সামিম, সিমফোনির কর্মকর্তা জিয়াউল ইসলাম জিয়া, ভারসাটাইলস’র সভাপতি এএইচএমএম জামাল বাচ্চু, আওয়ামী লীগ নেতা এ্যাড. মিজানুর রহমান মিজান, কাউন্সিল আহসান হাবিব প্রমুখ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-০১-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2jinq24

January 21, 2017 at 02:41PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top