নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা মহানগরীর শাকতলা মধ্যমপাড়া এলাকায় বুধবার রাত সাড়ে ৭টায় মোবারক ও শারমিন নামের নব দম্পতি একসাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল এসে লাশ দু’টি ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে সুরতহাল রিপোর্ট তৈরী করছে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, কুমিল্লা মহানগরীর ২১ নং ওয়ার্ডের পরিবহন ব্যবসায়ী মামুন সর্দারের বাড়ির ভাড়াটিয়া জেলার বরুড়া উপজেলার বাসিন্দা মোবারক হোসেন (২৬) একজন রিক্সা চালক।
প্রায় এক মাস পূর্বে সে শারমিন আক্তার (২১) নামের এক মেয়েকে বিয়ে করে। শারমিন কুমিল্লা বিসিক শিল্প নগরীর একটি ফ্যাক্টরীতে চাকুরী করতো। প্রেম করে বিয়ের পর তারা নগরীর শাকতলা মধ্যম পাড়ার ভাড়া বাসায় বসবাস করে আসছিল।
বুধবার রাত সাড়ে ৭টায় তারা উভয়ে ভাড়া বাসার তীরে একই ওড়নায় গলা পেঁচিয়ে একই সাথে আত্মহত্যা করে। বিষয়টি পাশের ভাড়াটিয়ারা টের পেয়ে স্থানীয় ইপিজেড ফাঁড়িতে জানালে ইপিজেড ফাঁড়ির আইসি আব্দুল আজিজ ও সদর দক্ষিণ থানার ওসি (তদন্ত) সজল বিশ্বাস ঘটনাস্থলে এসে লাশ ঝুলন্ত অবস্থা থেকে নীচে নামিয়ে আনেন।
বর্তমানে এরিপোর্ট লেখার সময় পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তেরী করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিবেশী সুত্র জানায়, নিহত মোবারকের পরিবার তার এই প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় ক্ষোভে দু’জন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। নিহতদের বাড়ি জেলার বরুড়া উপজেলায়।
The post প্রেমের বিয়ে না মানায় কুমিল্লায় স্বামী-স্ত্রী’র আত্মহত্যা appeared first on Comillar Barta™.
from Comillar Barta™ http://ift.tt/2hSu2WA
January 04, 2017 at 08:46PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.