কুমিল্লা ও ফেনীতে ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়

নিজস্ব প্রতিবেদক ● রাজধানী ঢাকাসহ সারাদেশে বিকাল ৩টা ৯ মিনিটে থেমে থেমে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে বাংলাদেশের আবহওয়া অধিদপ্তর বলছে ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয়েছে কুমিল্লা, ফেনীসহ আশপাশের জেলায়।

উৎপত্তিস্থল কুমিল্লা ও ফেনীর কাছে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার লনতারাইয়ের দক্ষিণ মাছমারা এলাকায় হয়ায় এমনটি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানান, ভূমিকম্প বেশি অনুভূত হয়েছে কুমিল্লা, ফেনীসহ আশপাশের জেলায়। অন্তত তিনবার ভূমিকম্প প্রচণ্ড ঝাকুনি দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

ভূমিকম্পে কুমিল্লায় বিভিন্ন ভবন দুলতে থাকে। এ সময় ভবনের বাসিন্দারা ভয়ে রাস্তায় নেমে পড়েন। কেউ কেউ ভবনের ভেতরে আশ্রয় নেন। এ সময় সবার মাঝে আতংক ছড়িয়ে পড়ে।

তবে কুমিল্লায় এখনও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

The post কুমিল্লা ও ফেনীতে ভূমিকম্প সবচেয়ে বেশি অনুভূত হয় appeared first on Comillar Barta™.



from Comillar Barta™ http://ift.tt/2iZsuIi

January 03, 2017 at 03:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top